Ajker Patrika

বিসিবির সাবেক সভাপতি পাপনের পিএসসহ গ্রেপ্তার ২

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ১৬: ৩৫
র‍্যাবের হাতে গ্রেপ্তার বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের পিএস সাখাওয়াত হোসেন মোল্লা ও ভৈরব উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল হেকিম রায়হান। ছবি: সংগৃহীত
র‍্যাবের হাতে গ্রেপ্তার বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের পিএস সাখাওয়াত হোসেন মোল্লা ও ভৈরব উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল হেকিম রায়হান। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী ও বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের ব্যক্তিগত সহকারীসহ (পিএস) দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল শনিবার বিকেলে র‍্যাব-১, ঢাকার সহযোগিতায় রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করেন র‍্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্পের সদস্যরা।

গ্রেপ্তার দুজন হলেন সাবেক মন্ত্রীর পিএস সাখাওয়াত হোসেন মোল্লা (৫২) ও ভৈরব উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল হেকিম রায়হান (৫২)।

র‍্যাব সূত্র জানায়, গত ১৯ জুলাই বেলা ২টা ও বিকেল ৪টার দিকে ভৈরব উপজেলার লক্ষ্মীপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় মামুন মিয়া, রুবেল মিয়া ও আলম সরকার বাদী হয়ে ভৈরব থানায় গত ২৭ আগস্ট দুটি ও ৭ সেপ্টেম্বর একটিসহ পৃথক তিনটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে র‍্যাবের দলটি শনিবার বিকেলে রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। পরে তাঁদের ভৈরব থানায় হস্তান্তর করা হয়।

আজ রোববার র‍্যাব-১৪ অধিনায়কের পক্ষে র‍্যাবের মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার আব্দুল হাই চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত