Ajker Patrika

অষ্টগ্রামে সংঘর্ষে ১ জন নিহতের ঘটনায় সাবেক ও বর্তমান ইউপি চেয়ারম্যান আটক

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ১৭: ৪৩
অষ্টগ্রামে সংঘর্ষে ১ জন নিহতের ঘটনায় সাবেক ও বর্তমান ইউপি চেয়ারম্যান আটক

কিশোরগঞ্জের অষ্টগ্রামে দুপক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান ও সাবেক চেয়ারম্যানসহ ১২ জনকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার আব্দুল্লাপুরে অভিযান চালিয়ে তাঁদের আটক করে পুলিশ। 

আটক ব্যক্তিদের অন্যতম হলেন অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর-আব্দুল্লাপুর ইউপির বর্তমান চেয়ারম্যান আনোয়ার খাঁ ও সাবেক চেয়ারম্যান মুক্তার খাঁ। সংঘর্ষে নিহত ব্যক্তি হলেন উত্তর আব্দুল্লাহপুর (বাইন্না বাড়ি) গ্রামের সামেদ মিয়ার ছেলে একতার মিয়া (৫৫)। 

সম্প্রতি ইতালিতে বসবাসরত আব্দুল্লাপুর এলাকা থেকে যাওয়া প্রবাসীদের দুই গ্রুপের ঝগড়া হয়।  এর জেরে গতকাল শুক্রবার বিকেলে খয়েরপুর-আব্দুল্লাপুর ইউপির বর্তমান চেয়ারম্যান আনোয়ার খাঁ ও তাঁর লোকজনের সঙ্গে সাবেক চেয়ারম্যান মুক্তার খাঁ ও তাঁর লোকজনের সংঘর্ষ হয়। এ সময় একতার মিয়া ঘটনাস্থলে নিহত হন। 

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের মর্গে পাঠানো হয়েছে। বর্তমান ও সাবেক দুই চেয়ারম্যানসহ ১২ জনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। অভিযোগ সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত