Ajker Patrika

মাঙ্কিপক্সে আক্রান্ত নন সেই তুর্কি নাগরিক, ছাড়লেন হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ জুন ২০২২, ১৪: ০২
মাঙ্কিপক্সে আক্রান্ত নন সেই তুর্কি নাগরিক, ছাড়লেন হাসপাতাল

আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া মাঙ্কিপক্সে আক্রান্ত সন্দেহে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি তুর্কি নাগরিকের নমুনা নেগেটিভ এসেছে। এ ছাড়া অন্যান্য পরীক্ষা ও পর্যবেক্ষণেও মাঙ্কিপক্সের কোনো লক্ষণ পাননি চিকিৎসকেরা। ফলে হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়েছেন সংশ্লিষ্টরা।

সংক্রামক ব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মিজানুর রহমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

মিজানুর রহমান বলেন, সন্দেহভাজন রোগী হিসেবে তুরস্কের ওই নাগরিককে গত ৭ থেকে ৯ জুন পর্যন্ত আইসোলেশনে রাখা হয়েছিল। এই সময়ে আমাদের চিকিৎসকের পাশাপাশি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন চর্মরোগ বিশেষজ্ঞ এবং ঢাকা মেডিকেল কলেজের ডার্মাটোলজি বিভাগের দুজন চিকিৎসক ওনাকে পর্যবেক্ষণ করেন। এতে ওই ব্যক্তির শরীরে মাঙ্কিপক্সের কোনো লক্ষণ পাওয়া যায়নি। যেসব উপসর্গ পাওয়া গেছে সেগুলো পুরোনো চর্মরোগের। এ ছাড়া আইইডিসিআরের (রোগতত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান) পরীক্ষায়ও ফলাফল নেগেটিভ এসেছে। তাই গতকাল বৃহস্পতিবারই ওই ব্যক্তিকে ছাড়পত্র দেওয়া হয়েছে। 

এর আগে গত ৭ জুন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর ১২টায় তার্কিশ এয়ারলাইনসের একটি বিমানে বাংলাদেশে নামেন আকশি আলতে নামের ৩০ বছর বয়সী এই তুর্কি নাগরিক। পরে ইমিগ্রেশন পার হওয়ার সময় মাঙ্কিপক্স ভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ হলে তাঁকে বিমানবন্দর হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তাদের মাধ্যমে সংক্রামক ব্যাধি হাসপাতালে নেওয়া হয়। ওই নমুনা সংগ্রহ করে আইইডিসিআর।

চুয়াডাঙ্গায় এক বৃদ্ধা হোম আইসোলেশনে
এদিকে চুয়াডাঙ্গায় এক বৃদ্ধাকে মাঙ্কিপক্স সন্দেহে হোম আইসোলেশনে থাকতে বলা হয়েছে। ষাটোর্ধ্ব ওই নারীর হাতের তালুতে একধরনের বিশেষ পক্স দেখা গেলে বৃহস্পতিবার সদর হাসপাতালে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা সাধারণ পক্স হিসেবে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে আইসোলেশনে থাকতে বলা হয়েছে। ওই নারীর বিদেশভ্রমণের কোনো ইতিহাস নেই। আজ শুক্রবার ওই নারীর নমুনা সংগ্রহের কথা রয়েছে।

চুয়াডাঙ্গা সিভিল সার্জন সাজ্জাদ হাসান জানান, ওই বৃদ্ধার শরীরে মাঙ্কিপক্সে উপসর্গ আছে কি না, এখনো বলা যাচ্ছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার লোকজন নমুনা সংগ্রহ করবে। পরীক্ষার প্রতিবেদন পেলেই বোঝা যাবে। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত বুধবার জানিয়েছে, আফ্রিকার বাইরে এখন পর্যন্ত ২৯ দেশের হাজারের বেশি মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে। তবে ভাইরাসটি প্রতিরোধে এখনই গণহারে টিকা প্রদানের বিষয়ে সুপারিশ করতে রাজি নয় সংস্থাটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে ‘শালীন’ পোশাক-হিজাব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত