Ajker Patrika

রাজধানীর জুরাইনে বাসে আগুন 

শ্যামপুর-কদমতলী প্রতিনিধি
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ১৫: ৫৮
রাজধানীর জুরাইনে বাসে আগুন 

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা আজকের অবরোধের দিনে রাজধানীর শ্যামপুর থানার জুরাইন খন্দকার রোডের সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। রাইদা পরিবহনের এই বাস দাঁড়িয়ে ছিল। পোস্তগোলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি পার্কিং অবস্থায় ছিল। হঠাৎ করে বেলা আড়াইটার দিকে কে বা কারা বাসটিতে আগুন লাগিয়ে দেয়। গাড়ির ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলছিল। তখন জনগণ এসে গাড়ির আগুন নেভাতে চেষ্টা করে। এবং কিছুটা নিয়ন্ত্রণে আনে। গাড়ির ভেতরের অংশ পুড়ে গেছে। পরে পোস্তগোলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে বাসটির আগুন নিয়ন্ত্রণ করে। 

এ ব্যাপারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার লীমা খানম বিষয়টি নিশ্চিত করে জানান, বেলা প্রায় আড়াইটার দিকে আমরা আগুন লাগার খবর পাই। তখন আমরা পোস্তগোলা ফায়ার সার্ভিসকে অবগত করি। তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাসটির আগুন নিয়ন্ত্রণে আনে। যেহেতু বাসটি পার্কিং অবস্থায় ছিল, তাই কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত