নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনী সহিংসতায় বিজিবি সদস্য নিহত হওয়ার ঘটনায় মূল হোতা মো. মারুফ হোসেনকে সাভারের আশুলিয়া থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখা ও র্যাব-৪-এর অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার দুপুর ১২টায় রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
কমান্ডার মঈন জানান, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে গত ২৮ নভেম্বর সহিংসতার ঘটনা ঘটে। এতে দায়িত্বরত অবস্থায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য নায়েক রুবেল হোসেন গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পরে ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ললিত চন্দ্র রায় বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এই ঘটনার পর থেকেই আত্মগোপনে ছিলেন মারুফ।
মারুফ হোসেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে খন্দকার মঈন জানান, মারুফ হোসেন ওরফে অন্তিকের বাবা মৃত মোসাদ্দেক হোসেন কিশোরগঞ্জ উপজেলায় গড়াগ্রাম ইউনিয়নের ১৯ বছর ধরে চেয়ারম্যান ছিলেন। তিনি ২০১৭ সালে মৃত্যুবরণ করলে সে উপনির্বাচনে নির্বাচিত হয়। এর ধারাবাহিকতা ধরে রাখতে আবারও নির্বাচনে জয় লাভ করতে মারুফের পশ্চিম দলিরাম মাঝাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রায় সব ভোট প্রয়োজন ছিল। সব ভোট নিশ্চিত করতে নির্বাচন শুরু হওয়ার আগেই মারুফ ও তাঁর সমর্থকেরা কেন্দ্র দখল ও হামলার পরিকল্পনা করে। ঘটনার দিন ২৮ নভেম্বর, প্রথমে মারুফের সমর্থকেরা জাল ভোট দেওয়ার চেষ্টা করে। এতে বাঁধা দিলে তারা হামলা করে। একপর্যায়ে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়।
মঈন জানান, হামলার কারণে সেই কেন্দ্রে আর কেউ ভোট দিতে না আসায় বিকেল সাড়ে চারটায় ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয়। ৮টি কেন্দ্রের ফলাফল বিশ্লেষণ করে নিকটতম প্রতিদ্বন্দ্বীদের থেকে সামান্য পিছিয়ে থাকায় ফলাফল পরিবর্তনের জন্য ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসারকে আটকে ফলাফল পরিবর্তনের জন্য চাপ দেন মারুফ। অফিসার তাঁর অপারগতা স্বীকার কলে মারুফের সমর্থকেরা ক্ষুব্ধ হয়ে দেশীয় অস্ত্র দিয়ে নির্বাচনের দায়িত্বে থাকা সকলের ওপরে হামলা ও ভাঙচুর করতে থাকে। রাত সাড়ে আটটায় বিজিবি টহল দল সেখানে উপস্থিত হলে মারুফের সমর্থকেরা তাদের ওপরেও হামলা চালায়। যার একপর্যায়ে বিজিবি সদস্য নায়েক রুবেল ঘটনাস্থলেই মারা যান। গ্রেপ্তার এড়াতে প্রথমে নীলফামারী জেলার জলঢাকায় ও পরে আশুলিয়ায় আত্মগোপন করে বলে জানিয়েছে র্যাব।
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনী সহিংসতায় বিজিবি সদস্য নিহত হওয়ার ঘটনায় মূল হোতা মো. মারুফ হোসেনকে সাভারের আশুলিয়া থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখা ও র্যাব-৪-এর অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার দুপুর ১২টায় রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
কমান্ডার মঈন জানান, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে গত ২৮ নভেম্বর সহিংসতার ঘটনা ঘটে। এতে দায়িত্বরত অবস্থায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য নায়েক রুবেল হোসেন গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পরে ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ললিত চন্দ্র রায় বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এই ঘটনার পর থেকেই আত্মগোপনে ছিলেন মারুফ।
মারুফ হোসেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে খন্দকার মঈন জানান, মারুফ হোসেন ওরফে অন্তিকের বাবা মৃত মোসাদ্দেক হোসেন কিশোরগঞ্জ উপজেলায় গড়াগ্রাম ইউনিয়নের ১৯ বছর ধরে চেয়ারম্যান ছিলেন। তিনি ২০১৭ সালে মৃত্যুবরণ করলে সে উপনির্বাচনে নির্বাচিত হয়। এর ধারাবাহিকতা ধরে রাখতে আবারও নির্বাচনে জয় লাভ করতে মারুফের পশ্চিম দলিরাম মাঝাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রায় সব ভোট প্রয়োজন ছিল। সব ভোট নিশ্চিত করতে নির্বাচন শুরু হওয়ার আগেই মারুফ ও তাঁর সমর্থকেরা কেন্দ্র দখল ও হামলার পরিকল্পনা করে। ঘটনার দিন ২৮ নভেম্বর, প্রথমে মারুফের সমর্থকেরা জাল ভোট দেওয়ার চেষ্টা করে। এতে বাঁধা দিলে তারা হামলা করে। একপর্যায়ে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়।
মঈন জানান, হামলার কারণে সেই কেন্দ্রে আর কেউ ভোট দিতে না আসায় বিকেল সাড়ে চারটায় ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয়। ৮টি কেন্দ্রের ফলাফল বিশ্লেষণ করে নিকটতম প্রতিদ্বন্দ্বীদের থেকে সামান্য পিছিয়ে থাকায় ফলাফল পরিবর্তনের জন্য ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসারকে আটকে ফলাফল পরিবর্তনের জন্য চাপ দেন মারুফ। অফিসার তাঁর অপারগতা স্বীকার কলে মারুফের সমর্থকেরা ক্ষুব্ধ হয়ে দেশীয় অস্ত্র দিয়ে নির্বাচনের দায়িত্বে থাকা সকলের ওপরে হামলা ও ভাঙচুর করতে থাকে। রাত সাড়ে আটটায় বিজিবি টহল দল সেখানে উপস্থিত হলে মারুফের সমর্থকেরা তাদের ওপরেও হামলা চালায়। যার একপর্যায়ে বিজিবি সদস্য নায়েক রুবেল ঘটনাস্থলেই মারা যান। গ্রেপ্তার এড়াতে প্রথমে নীলফামারী জেলার জলঢাকায় ও পরে আশুলিয়ায় আত্মগোপন করে বলে জানিয়েছে র্যাব।
সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচ ঠাকুরি এলাকায় গরু চোর সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে। রোববার (৩ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। মরদেহ দুটি শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
১১ মিনিট আগেপটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবন নির্মাণে ২০১৪ সালে প্রকল্প অনুমোদন দিয়েছিল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পটির এক দশকে অর্থ বরাদ্দ ৫৪৬ কোটি টাকা থেকে বেড়ে ৬৫১ কোটি টাকায় দাঁড়িয়েছে। শেষ হয়েছে বর্ধিত মেয়াদও। তবু কাজ শেষ হয়নি। এতে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে জেলা
৫ ঘণ্টা আগেটানা বৃষ্টিপাত ও উজানের ঢলে উত্তরের নদ-নদীর পানি বেড়েছে; বিশেষ করে তিস্তা নদীর পানি বিভিন্ন পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করায় রংপুর বিভাগের অন্তত চার জেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারীর নদীতীরবর্তী নিম্নাঞ্চল এরই মধ্যে প্লাবিত হতে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ড
৫ ঘণ্টা আগেরাজশাহী শহরের অর্ধেকের বেশি তরুণ মানসিকভাবে ভালো নেই। বিষণ্নতায় ভুগছেন তাঁরা। গবেষকেরা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহারের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে