Ajker Patrika

ফরিদপুরে বিএনপির মানববন্ধনে পুলিশের বাঁধা, কেড়ে নিল ব্যানার

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে বিএনপির মানববন্ধনে পুলিশের বাঁধা, কেড়ে নিল ব্যানার

আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন উপলক্ষে ফরিদপুরে বিএনপির মানববন্ধনে পুলিশের বাঁধা দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় মানববন্ধনের ব্যানারও কেড়ে নিতে দেখা যায় পুলিশ সদস্যদের। আজ রোববার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের কোর্ট পাড় এলাকায় আইনজীবী সমিতি ভবনের সামনে এ ঘটনা ঘটে। তবে পুলিশ বিষয়টি অস্বীকার করেছেন। 

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ‘মানবাধিকার লঙ্ঘনের শিকার নেতা-কর্মী ও নাগরিক পরিবারের স্বজনদের’ এ মানববন্ধন কর্মসূচি পালন করে জেলা বিএনপি। দলটির কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী প্রতিটি জেলায় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করার কথা ছিল। ফরিদপুর প্রেসক্লাবের সামনে নেতা–কর্মীরা কেউ না আসলেও সতর্ক অবস্থানে থাকতে দেখা যায় পুলিশ সদস্যদের। কিন্তু দলটি মানববন্ধনের আয়োজন করেন কোর্ট চত্বরে, সেখানেও পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়। 

জানা যায়, বিএনপির বেশ কিছু নেতা-কর্মী ও আইনজীবীরা এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। এ সময় মহানগর বিএনপির সভাপতি বেনজীর আহমেদের পরিচালনায় অংশ গ্রহণকারীরা বক্তব্য দেওয়া শুরু করেন। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আশরাফ ও গোলাম রব্বানী বক্তব্য দেওয়ার পর পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। পুলিশ আয়োজককারীদের মানববন্ধন করা যাবে না বলে জানিয়ে তাদের ওই স্থান ত্যাগের নির্দেশ দেয়। 

মানববন্ধনে পুলিশের বাঁধা দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন নগর বিএনপির সভাপতি বেনজীর আহমেদে তাবরীজ। তিনি পোস্টে লিখেন, বিএনপির মানববন্ধনে পুলিশের বাঁধা। 

আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন উপলক্ষে ফরিদপুরে বিএনপির মানববন্ধনে বাধা দেয় পুলিশ। ছবি: আজকের পত্রিকা  ওই ভিডিওতে দেখা যায়, বিএনপির নেতা–কর্মীরা তাদের কর্মসূচি অব্যাহত রাখার চেষ্টা করলে কোতোয়ালি থানার এসআই শামীম হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সদস্য বাধা দেয় এবং ব্যানার কেড়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের প্রথমে বাগ্‌বিতণ্ডা ও পরে ধস্তাধস্তি শুরু হয়। 

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী অভিযোগ করে বলেন, ‘আমরা শান্তিপূর্ণ ভাবে কর্মসূচি পালন করছিলাম। এক একজন নেতা বক্তব্য রাখছিলেন। কিন্তু একপর্যায়ে পুলিশ এসে আমাদের ব্যানার কেড়ে নিয়ে মানববন্ধন কর্মসূচি পণ্ড করে দেন।’

অভিযোগ অস্বীকার করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ জলিল বলেন, বিএনপির মানববন্ধনে বাঁধা দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। এ অভিযোগের কোনো ভিত্তি নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

উড়তে থাকা ভারতকে থামাতে ফিল্ডিং নিল নিউজিল্যান্ড

ভারত-নিউজিল্যান্ডের চিন্তা বাদ দিয়ে আপাতত ঘুমাতে চান তিনি

ফরিদপুরে ছাত্রদলের ১৮ সদস্যের কমিটি ঘোষণার পরদিনই ১১ জনের পদত্যাগ

ডিজিএফআইয়ের সাবেক প্রধান সাইফুল আলমের বাসা থেকে আড়াই কোটি টাকা উদ্ধার

ইতিহাস নির্মাতারা রাজনীতির ঊর্ধ্বে: ঢাবি উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত