Ajker Patrika

প্রতিবন্ধীকে লাথি মারা সেই চেয়ারম্যানকে অপসারণ

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ১৩ মে ২০২৫, ১১: ২৬
সরকার নূরে আলম মুক্তা। সংগৃহীত ছবি
সরকার নূরে আলম মুক্তা। সংগৃহীত ছবি

টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তাকে অপসারণ করা হয়েছে। ওই পরিষদে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রনী আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন।

বহুরিয়া ইউনিয়নের স্থানীয় বাসিন্দা ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২৩ মার্চ মোতালেব হোসেন (৪৮) নামের এক মানসিক প্রতিবন্ধী বহুরিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে গিয়ে চেয়ারম্যান নূরে আলম মুক্তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এতে ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান ওই প্রতিবন্ধীকে লাথি মারেন। এ ঘটনার চার সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপকভাবে সমালোচনার মুখে পড়েন চেয়ারম্যান মুক্তা। পরে বিক্ষুব্ধ জনতা চেয়ারম্যানের কক্ষে তালা দিয়ে তাঁর অপসারণের দাবিতে মানববন্ধন করেন। এরপর থেকেই চেয়ারম্যান মুক্তা পরিষদে অনুপস্থিত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রনী আজকের পত্রিকাকে বলেন, `বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দীর্ঘদিন ধরে কার্যালয়ে অনুপস্থিত। পরিষদ সচল রেখে জনসেবা অব্যাহত রাখতে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুনসুর আহমেদকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে সরকার নূরে আলম মুক্তা মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, `অপসারণের বিষয়ে আমি এখনো কোনো চিঠি পাইনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত