নিজস্ব প্রতিবেদক, ঢাকা
১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধের সময় নির্বিচারে মানুষ হত্যার ঘটনাকে আন্তর্জাতিক সংজ্ঞা অনুযায়ী ‘জেনোসাইড’ নাকি ‘গণহত্যা’ বলে আখ্যায়িত করা হবে—তা নিয়ে গভীর আলোচনা হয়েছে। সেমিনারে বেশির ভাগ বক্তাই গণহত্যার পরিবর্তে জেনোসাইড বলার পক্ষে মত দিয়েছেন। তবে ভিন্নমত তুলে ধরেছেন সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ।
আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সেক্টর কমান্ডারস ফোরাম–মুক্তিযুদ্ধ ’৭১ ‘জেনোসাইড ১৯৭১-এর আন্তর্জাতিক স্বীকৃতি: দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বৃহত্তম গণহত্যার ব্যাপারে পশ্চিমা বিশ্বের নীরবতা’ শীর্ষক এ সেমিনার আয়োজন করে।
জেনোসাইড ও গণহত্যা নিয়ে যে বিতর্ক চলছে তা ঠিক নয় বলে মনে করেন সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ। তিনি বলেন, ‘জেনোসাইডের সাইড শব্দটা মানেই তো হত্যা। সেখানেও হত্যা আছে। এখানে তো অন্যান্য কথা নিয়ে এসে আমরা নতুন বিতর্ক তৈরি করি। আমার মনে হয়, গণহত্যা ও জেনোসাইড দুটোই বলতে পারি। ব্যবহার করতে পারি। এটা নিয়ে বিতর্ক করা সঠিক নয়। এতে আমরা নতুন জটিলতা সৃষ্টি করছি। এখান থেকে আমাদের সরে আসতে হবে।’
গণহত্যা ও জেনোসাইড এক বিষয় না উল্লেখ করে মুন্সি ফয়েজ আহমেদের বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে শহীদ সন্তান ও প্রজন্ম ’৭১-এর সভাপতি আসিফ মুনীর। তিনি বলেন, ‘২৫ মার্চকে জাতীয়ভাবে গণহত্যা দিবস বলা হচ্ছে। জেনোসাইড শুধু গণহত্যা না. গণহত্যার থেকেও বেশি কিছু। যেভাবে নির্বিচারে মানুষ হত্যা, জাতিগতভাবে নিধন করা হয়েছিল সেগুলো স্বীকৃতি পাওয়ার জন্য আমাদের বড় হাতিয়ার। এসব নিয়ে আমাদের গবেষণার কাজগুলো কম। অনেক কাজ হয়েছে তবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডকুমেন্টেশন নেই।’
আসিফ মুনীরের পর্যবেক্ষণ ও বক্তব্যে সায় দিয়ে সাংবাদিক হারুন হাবীব বলেন, ‘উপযুক্ত শব্দ না পাওয়া পর্যন্ত জেনোসাইড শব্দটি প্রচলিত করতে হবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন বলেন, ‘যত দিন আমরা জেনোসাইড শব্দের বাংলা না করতে পারছি, তত দিন আমরা জেনোসাইড বলব। বাংলাদেশে জেনোসাইড রাখঢাক করে ঘটেনি। অজস্র প্রমাণ আছে। এগুলো শুধু আমাদের বাংলা ভাষাতে লিখলে হবে না। আমরা যখন বৈশ্বিকভাবে যাব, তখন অন্য ভাষায় বা ইংরেজিতে নিতে হবে।’
পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা হলে সেখানকার রায়ে যদি গণহত্যা প্রমাণিত হয়, তাহলে আর দ্বিধা থাকবে না বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) মোহাম্মাদ আলী সিকদার। তিনি বলেন, ‘পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত। সেখানে বিচারে যদি প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিকভাবে গণহত্যা হয়েছে। স্বাভাবিকভাবেই সারা বিশ্বে তখন স্বীকৃতি পাওয়া যাবে।’
সাবেক রাষ্ট্রদূত কামালউদ্দিনের সঞ্চালনায় সেমিনারে সভাপতির বক্তব্য দেন ফোরামের সহসভাপতি ম. হামিদ। এ ছাড়া আরও বক্তব্য দেন পুলিশের সাবেক মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক ও আমরা একাত্তরের সভাপতি মাহবুব জামানসহ অনেকেই।
১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধের সময় নির্বিচারে মানুষ হত্যার ঘটনাকে আন্তর্জাতিক সংজ্ঞা অনুযায়ী ‘জেনোসাইড’ নাকি ‘গণহত্যা’ বলে আখ্যায়িত করা হবে—তা নিয়ে গভীর আলোচনা হয়েছে। সেমিনারে বেশির ভাগ বক্তাই গণহত্যার পরিবর্তে জেনোসাইড বলার পক্ষে মত দিয়েছেন। তবে ভিন্নমত তুলে ধরেছেন সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ।
আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সেক্টর কমান্ডারস ফোরাম–মুক্তিযুদ্ধ ’৭১ ‘জেনোসাইড ১৯৭১-এর আন্তর্জাতিক স্বীকৃতি: দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বৃহত্তম গণহত্যার ব্যাপারে পশ্চিমা বিশ্বের নীরবতা’ শীর্ষক এ সেমিনার আয়োজন করে।
জেনোসাইড ও গণহত্যা নিয়ে যে বিতর্ক চলছে তা ঠিক নয় বলে মনে করেন সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ। তিনি বলেন, ‘জেনোসাইডের সাইড শব্দটা মানেই তো হত্যা। সেখানেও হত্যা আছে। এখানে তো অন্যান্য কথা নিয়ে এসে আমরা নতুন বিতর্ক তৈরি করি। আমার মনে হয়, গণহত্যা ও জেনোসাইড দুটোই বলতে পারি। ব্যবহার করতে পারি। এটা নিয়ে বিতর্ক করা সঠিক নয়। এতে আমরা নতুন জটিলতা সৃষ্টি করছি। এখান থেকে আমাদের সরে আসতে হবে।’
গণহত্যা ও জেনোসাইড এক বিষয় না উল্লেখ করে মুন্সি ফয়েজ আহমেদের বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে শহীদ সন্তান ও প্রজন্ম ’৭১-এর সভাপতি আসিফ মুনীর। তিনি বলেন, ‘২৫ মার্চকে জাতীয়ভাবে গণহত্যা দিবস বলা হচ্ছে। জেনোসাইড শুধু গণহত্যা না. গণহত্যার থেকেও বেশি কিছু। যেভাবে নির্বিচারে মানুষ হত্যা, জাতিগতভাবে নিধন করা হয়েছিল সেগুলো স্বীকৃতি পাওয়ার জন্য আমাদের বড় হাতিয়ার। এসব নিয়ে আমাদের গবেষণার কাজগুলো কম। অনেক কাজ হয়েছে তবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডকুমেন্টেশন নেই।’
আসিফ মুনীরের পর্যবেক্ষণ ও বক্তব্যে সায় দিয়ে সাংবাদিক হারুন হাবীব বলেন, ‘উপযুক্ত শব্দ না পাওয়া পর্যন্ত জেনোসাইড শব্দটি প্রচলিত করতে হবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন বলেন, ‘যত দিন আমরা জেনোসাইড শব্দের বাংলা না করতে পারছি, তত দিন আমরা জেনোসাইড বলব। বাংলাদেশে জেনোসাইড রাখঢাক করে ঘটেনি। অজস্র প্রমাণ আছে। এগুলো শুধু আমাদের বাংলা ভাষাতে লিখলে হবে না। আমরা যখন বৈশ্বিকভাবে যাব, তখন অন্য ভাষায় বা ইংরেজিতে নিতে হবে।’
পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা হলে সেখানকার রায়ে যদি গণহত্যা প্রমাণিত হয়, তাহলে আর দ্বিধা থাকবে না বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) মোহাম্মাদ আলী সিকদার। তিনি বলেন, ‘পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত। সেখানে বিচারে যদি প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিকভাবে গণহত্যা হয়েছে। স্বাভাবিকভাবেই সারা বিশ্বে তখন স্বীকৃতি পাওয়া যাবে।’
সাবেক রাষ্ট্রদূত কামালউদ্দিনের সঞ্চালনায় সেমিনারে সভাপতির বক্তব্য দেন ফোরামের সহসভাপতি ম. হামিদ। এ ছাড়া আরও বক্তব্য দেন পুলিশের সাবেক মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক ও আমরা একাত্তরের সভাপতি মাহবুব জামানসহ অনেকেই।
সোমবার বেলা ১১টা। রাজধানীর সচিবালয়ের পাশের আব্দুল গণি রোডে দাঁড়ানো প্রাণিসম্পদ অধিদপ্তর ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রের গাড়ি। সুলভ মূল্যে মাংস, দুধ, ডিম কিনতে কাউন্টারে ক্রেতাদের লাইন। তখন গাড়ি থেকে এক বিক্রয়কর্মী জানালেন, কয়েক লিটার দুধ ছাড়া বাকি সব শেষ।
১ সেকেন্ড আগেকুমিল্লার সদর উপজেলার গোলাবাড়ী সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। এ সময় তাঁর কাছ থেকে ভারতীয় একটি আধার কার্ড, একটি পারমানেন্ট অ্যাকাউন্ট নম্বর কার্ড ও একটি স্টেট ব্যাংক ক্ল্যাসিক ভিসা কার্ড জব্দ করা হয়।
৩ মিনিট আগেশরীয়তপুরে কীর্তিনাশা নদী থেকে আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ধারণা, গত শুক্রবার রাতে ডাকাতি করতে এসে এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষের সময় তিনি নিহত হন। আজ সোমবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার চিতলিয়া ইউনিয়নের কাশিপুর এলাকার কীর্তিনাশা নদী থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
৬ মিনিট আগেসিলেটে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র, মাদকসহ আটক জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমাদ উদ্দিন আহমেদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল রোববার রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত...
৭ মিনিট আগে