Ajker Patrika

তাড়াইলে বজ্রপাতে মা-মেয়ে নিহত

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি
Thumbnail image

কিশোরগঞ্জের তাড়াইলে বজ্রপাতে মা এবং মেয়ের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার আনুমানিক রাত ৩টার দিকে উপজেলার জাওয়ার ইউনিয়নের বেলংকা গ্রামের উত্তরহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতরা হলেন ওই এলাকার মুজিবুর রহমানের স্ত্রী আছমা আকতার (৫৬) এবং তাঁর মেয়ে ইয়াসমিন আকতার (৩৮)। নিহত ইয়াসমিনের তিন সন্তান রয়েছে। নিহত আছমা আকতার উপজেলার পার্শ্ববর্তী দামিহা ইউনিয়নের রাহেলা গ্রামের নূরুল আমিনের স্ত্রী। তিনি স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন। 

স্বজনরা জানান, বোরো ধান খেত থেকে কেটে মাড়াই করার পর বাড়ির পাশেই উঠানে রাখেন শুকানোর জন্য। মা আছমা আকতার বৃষ্টির আভাস দেখে সাহরির কিছু আগে মেয়ে ও স্বামীকে মুজিবুর রহমানকে নিয়ে উঠানে যান ধান গুছানোর জন্য। এ সময় আচমকা বজ্রপাতে মা ও মেয়ে ঘটনাস্থলেই মারা যান। এরপর মুজিবুর রহমানের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন।

ঘটনার সত্যতা স্বীকার করে তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন সরকার জানান, ঘটনাস্থল পরিদর্শন শেষে স্বজনদের কোনো অভিযোগ না থাকায় নিহত মা-মেয়ের মরদেহ হস্তান্তর করা হয়েছে। তবে এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত