Ajker Patrika

মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘকে যাওয়ার আহ্বান ন্যাপের

নিজস্ব প্রতিনিধি, ঢাকা
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ১৪: ০৩
মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘকে যাওয়ার আহ্বান ন্যাপের

সীমান্তে বাংলাদেশের বিরুদ্ধে মিয়ানমারের সামরিক হামলা ও রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়টি জাতিসংঘের অধিবেশনে উত্থাপনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দাবি জানিয়েছে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) ভাসানী।

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে এই আহ্বান জানান বক্তারা।

সংগঠনের সভাপতি মুস্তাক ভাসানী বলেন, মিয়ানমারের সঙ্গে যুদ্ধ এড়িয়ে চলতে হবে, তবে ভীত হলে চলবে না।

সীমান্তে মিয়ানমার বাংলাদেশের দিকে যেভাবে মর্টারশেল নিক্ষেপ করছে এবং সামরিক কার্যক্রম চালাচ্ছে, তাতে সরকারকে আরও কঠোর অবস্থান নিতে হবে।

প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশে মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, মিয়ানমার সীমান্তে যেভাবে সামরিক হামলা চালাচ্ছে, তাতে বাংলাদেশ এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। এটি বাংলাদেশের দুর্বল অবস্থানকে প্রতিফলিত করে। এর আগেও তারা লাখ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশের দিকে ঠেলে দিয়েছে। এখনো তারা এসব রোহিঙ্গাকে ফিরিয়ে নেয়নি, যার বোঝা এখনো বাংলাদেশ বহন করে চলেছে।

সাম্প্রতিক হামলা ও রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে জাতিসংঘকে উদ্যোগ নেওয়ার দাবি জানান মহিউদ্দিন আহমেদ। এর জন্য সরকারকে আরও সক্রিয় হওয়ার আহ্বানও জানান তিনি। 

সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কনজারভেটিভ পার্টির সভাপতি মো. আনিসুর রহমান, সোশ্যাল অ্যাক্টিভিটিজ ফোরামের সভাপতি মো. মাসুম বিল্লাহ নাফিয়ীসহ অন্যরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তামিম কি তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হবেন

‘আমি আধুনিক পুলিশ, সাংবাদিকদের ভয় করে চলি না’

লন্ডনের আকাশসীমা বন্ধ ঘোষণা, ফ্লাইট বাতিলে ভোগান্তিতে হাজারো যাত্রী

নারীর ‘বগলের গন্ধ’ পুরুষের মানসিক চাপ কমায়, তবে কি মানুষেরও আছে ফেরোমোন!

মহড়া দিয়ে রাকসু দখলের স্বপ্ন না দেখার পরামর্শ ছাত্রদল নেতার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত