Ajker Patrika

নগরকান্দায় কাভার্ড ভ্যানের চাপায় ভ্যানযাত্রী নিহত

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৩: ৫০
নগরকান্দায় কাভার্ড ভ্যানের চাপায় ভ্যানযাত্রী নিহত

ফরিদপুরের নগরকান্দায় কাভার্ড ভ্যানের চাপায় বিল্লাল মাতুব্বর (৫৫) নামের এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুজন। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ফরিদপুর-বরিশাল মহাসড়কের শংকরপাশা এলাকায় এ ঘটনা ঘটে। বিল্লাল মাতুব্বর উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রীঙাল গ্রামের বাসিন্দা। আহতরা একই এলাকার পান্নু মিয়া ও গনি মাতুব্বর। তাঁরা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিল্লালসহ তিনজন ভ্যানে করে শংকরপাশা বাজারে যাচ্ছিলেন। এ সময় বরিশালগামী একটি কাভার্ড ভ্যান পেছন থেকে ভ্যানটিকে চাপা দেয়। এতে যাত্রীরা ছিটকে রাস্তায় পড়ে যান। এ সময় বিল্লাল মাতুব্বর কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এতে উত্তেজিত জনতা চালক ও হেলপারকে মারধর করে পুলিশে খবর দেন। তাঁরাও গুরুতর আহত হয়েছেন। 

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম বলেন, কাভার্ড ভ্যানটিকে জব্দ করা হয়েছে। উত্তেজিত জনতার মারধরে চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন। তাঁদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ নিয়ে মামলার প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত