উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর উত্তরায় বিডিআর কাঁচাবাজারে চাঁদাবাজির অভিযোগে আলী রাজ ও রাজন নামে দুই জনকে আটক করেছে পুলিশ।
উত্তরা ৬ নম্বর সেক্টরের বিডিআর কাঁচাবাজার থেকে গতকাল রোববার সন্ধ্যার পর তাদেরকে আটক করে উত্তরা পূর্ব থানা পুলিশ। পরে আজ সোমবার সকালে পুলিশ তাদের আদালতে পাঠায়। গ্রেপ্তার আলী রাজ উত্তরা সেক্টর ৬ নম্বর কাঁচাবাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি। এ ছাড়াও উত্তরখান থানা ও ঢাকা মহানগর উত্তরের সাবেক ছাত্রলীগ নেতা।
বিডিআর বাজারটির সাধারণ ব্যবসায়ীদের অভিযোগ, জোরপূর্বক বাজারটির নাম পরিবর্তন করে উত্তরা ৬ নম্বর সেক্টর আজমপুর কাঁচাবাজার নাম দিয়েছে একটি পক্ষ। পরে তারা দুটি গ্রুপে বিভক্ত হয়ে ‘উত্তরা সেক্টর ৬ নম্বর কাঁচাবাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি’ ও ‘উত্তরা ৬ নম্বর সেক্টর নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রেতা বিক্রেতা বহুমুখী সমবায় সমিতি’ হয়েছে।
এ সব সমিতির নামে ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করা হয়। এ নিয়ে তাদের দুই গ্রুপের মধ্যেই দীর্ঘ দিন ধরে হামলা মামলা চলছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ব্যবসায়ীরা বলেন, ব্যবসায়ী সমিতির নামে দোকানদের কাছ থেকে টাকা তুলে আসছিল আলী রাজ ও তার সহযোগিরা। গতকাল রোববার জোরপূর্বক চাঁদা উঠানোর সময় ব্যবসায়ীদের সঙ্গে দ্বন্দ্ব হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ আলী রাজ ও রাজনকে আটক করে থানায় নিয়ে যায়।
অপরদিকে উত্তরা ৬ নম্বর সেক্টর নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রেতা বিক্রেতা বহুমুখী সমবায় সমিতির সভাপতি রিফাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘চাঁদাবাজির অভিযোগে আলী রাজসহ দুই জনকে পুলিশ থানায় নিয়ে গেছে বলে শুনেছি। কিন্তু আমি গ্রামের বাড়িতে আছি, তাই বিস্তারিত জানি না।’
উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘চাঁদাবাজির অভিযোগে বিডিআর বাজারের আলী রাজ ও তার একজন সহযোগিকে আটক করা হয়েছে। চাঁদাবাজির অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
উত্তরা পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘বিডিআর বাজারের আলী রাজ ও রাজনকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অধ্যাদেশ অনুযায়ী ব্যবস্থার জন্য আদালতে পাঠানো হয়েছে।’
রাজধানীর উত্তরায় বিডিআর কাঁচাবাজারে চাঁদাবাজির অভিযোগে আলী রাজ ও রাজন নামে দুই জনকে আটক করেছে পুলিশ।
উত্তরা ৬ নম্বর সেক্টরের বিডিআর কাঁচাবাজার থেকে গতকাল রোববার সন্ধ্যার পর তাদেরকে আটক করে উত্তরা পূর্ব থানা পুলিশ। পরে আজ সোমবার সকালে পুলিশ তাদের আদালতে পাঠায়। গ্রেপ্তার আলী রাজ উত্তরা সেক্টর ৬ নম্বর কাঁচাবাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি। এ ছাড়াও উত্তরখান থানা ও ঢাকা মহানগর উত্তরের সাবেক ছাত্রলীগ নেতা।
বিডিআর বাজারটির সাধারণ ব্যবসায়ীদের অভিযোগ, জোরপূর্বক বাজারটির নাম পরিবর্তন করে উত্তরা ৬ নম্বর সেক্টর আজমপুর কাঁচাবাজার নাম দিয়েছে একটি পক্ষ। পরে তারা দুটি গ্রুপে বিভক্ত হয়ে ‘উত্তরা সেক্টর ৬ নম্বর কাঁচাবাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি’ ও ‘উত্তরা ৬ নম্বর সেক্টর নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রেতা বিক্রেতা বহুমুখী সমবায় সমিতি’ হয়েছে।
এ সব সমিতির নামে ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করা হয়। এ নিয়ে তাদের দুই গ্রুপের মধ্যেই দীর্ঘ দিন ধরে হামলা মামলা চলছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ব্যবসায়ীরা বলেন, ব্যবসায়ী সমিতির নামে দোকানদের কাছ থেকে টাকা তুলে আসছিল আলী রাজ ও তার সহযোগিরা। গতকাল রোববার জোরপূর্বক চাঁদা উঠানোর সময় ব্যবসায়ীদের সঙ্গে দ্বন্দ্ব হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ আলী রাজ ও রাজনকে আটক করে থানায় নিয়ে যায়।
অপরদিকে উত্তরা ৬ নম্বর সেক্টর নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রেতা বিক্রেতা বহুমুখী সমবায় সমিতির সভাপতি রিফাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘চাঁদাবাজির অভিযোগে আলী রাজসহ দুই জনকে পুলিশ থানায় নিয়ে গেছে বলে শুনেছি। কিন্তু আমি গ্রামের বাড়িতে আছি, তাই বিস্তারিত জানি না।’
উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘চাঁদাবাজির অভিযোগে বিডিআর বাজারের আলী রাজ ও তার একজন সহযোগিকে আটক করা হয়েছে। চাঁদাবাজির অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
উত্তরা পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘বিডিআর বাজারের আলী রাজ ও রাজনকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অধ্যাদেশ অনুযায়ী ব্যবস্থার জন্য আদালতে পাঠানো হয়েছে।’
চট্টগ্রামে নিজ কার্যালয়ে মাথায় গুলিবিদ্ধ র্যাব কর্মকর্তা পলাশ সাহার মরদেহের পাশে পাওয়া চিরকুটে একটি অংশে লেখা ছিল—‘বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। স্বর্ণ বাদে যা আছে তা মায়ের জন্য।’
১০ মিনিট আগেঅনিয়মের অভিযোগে স্থগিত হওয়া গরু বিতরণ কার্যক্রম নতুন করে অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে সাতটি ইউনয়নের ৭০ জন উপকারভোগীর মধ্যে গরু বিতরণ করা হয়।
১৭ মিনিট আগেপাবনায় আড়াই শ গ্রাহকের সাড়ে ৭ কোটি টাকা নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে একটি এনজিওর বিরুদ্ধে। এ ঘটনার সুষ্ঠু বিচার, অভিযুক্তদের গ্রেপ্তার এবং টাকা ফেরতের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। বুধবার (৭ মে) দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ সড়কে এ কর্মসূচি পালন করা হয়। সঞ্চয় ও ডিপিএসের নামে
২৩ মিনিট আগেআশুলিয়ায় রুবেল মণ্ডল (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।
২৫ মিনিট আগে