Ajker Patrika

ভবনে নিরাপত্তারক্ষীর চাকরি নিয়েছিলেন মামুন, ভবনের ইট পড়েই মারা গেল মেয়ে

ঢামেক প্রতিনিধি
আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ১৬: ৪৩
ভবনে নিরাপত্তারক্ষীর চাকরি নিয়েছিলেন মামুন, ভবনের ইট পড়েই মারা গেল মেয়ে

রাজধানীর কলাবাগান এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে ইট পরে এক শিশুর মৃত্যু হয়েছে। 

আজ রোববার সকাল ৮টার দিকে ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই মারা যায় শিশুটি। পরে পুলিশ সংবাদ পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। 

কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) তাহমিনা রহমান জানান, সকাল ৯টার দিকে খবর পেয়ে কাঁঠালবাগানে ঘটনাস্থালে যাই। পরে শিশুটির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। 

তিনি জানান, নির্মাণাধীন ভবনের সামনের রাস্তায় খেলছিল শিশুটি। এ সময় ছয়তলা থেকে মাথায় ইট পড়ে। ঘটনাস্থলেই মারা যায়। ময়নাতদন্ত শেষে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

শিশুটির নাম জান্নাত আক্তার আরিফা (৬)। শিশুটির আরিফার বাবা মো. মামুন জানায়, কলাবাগান কাঁঠালবাগান ২২ /এ নম্বর নির্মাণাধীন ভবনে গত ১ অক্টোবর থেকে নিরাপত্তাকর্মীর চাকরি নেন তিনি। ওই ভবনের নিচতলায় পরিবার নিয়ে থাকেন। ভবনটি নয়তলা পর্যন্ত হয়েছে। 

মামুন বলেন, আমার দুই মেয়ের মধ্যে আরিফা বড়। সকালে আরিফাসহ আমরা রুমেই ছিলাম। হঠাৎ আরিফা খেলতে খেলতে ভবনের সামনে যায়। এ সময় ছয়তলা থেকে কয়েকটি ইট ওর মাথায় পড়ে। শব্দ পেয়ে দ্রুত ভবনের সামনে এসে দেখি আমার মেয়ে মারা গেছে! আরিফার মা সাত মাসের অন্তঃসত্ত্বা। সব সময় মেয়েকে দেখে রাখতেন। কিন্তু আজকে কখন যে চোখের আড়ালে বাইরে চলে গেছে বুঝতে পারি নাই। 

মামুন জানান, তাঁদের বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার কুড়াইনা গ্রামে। দুই বছর ধরে ঢাকায় আছেন। এর আগে ওই এলাকাতে সবজি বিক্রি করতেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত