Ajker Patrika

শিবচরে বাস উল্টে এক্সপ্রেসওয়েতে ঝরল ১ যাত্রীর প্রাণ, আহত ১০ 

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
শিবচরে বাস উল্টে এক্সপ্রেসওয়েতে ঝরল ১ যাত্রীর প্রাণ, আহত ১০ 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের মাদারীপুরের শিবচরে একটি যাত্রীবাহী বাস উল্টে এক যাত্রীর নিহত হয়েছেন। এতে আহত হয়েছে কমপক্ষে ১০ জন। গতকাল মঙ্গলবার ভোররাতে এক্সপ্রেসওয়ের বন্দরখোলা এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহত যাত্রী হলেন মো. গোলাম রহমান শিকদার (৪০)। তিনি বরিশালের বাখেরগঞ্জ উপজেলার মৃত আরশেদ আলীর ছেলে। আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল আহমেদ বলেন, ‘ভোর রাতে চট্টগ্রাম থেকে আসা ইউনিক পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় এক যাত্রী নিহত হন। দুর্ঘটনা কবলিত বাস হাইওয়ে পুলিশের হেফাজতে আছে। আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ 

শিবচর হাইওয়ে থানা-পুলিশ জানায়, মঙ্গলবার ভোররাত সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম থেকে কুয়াকাটার উদ্দেশ্যে আসা ইউনিক পরিবহনের বাসটি এক্সপ্রেসওয়ের বন্দরখোলা এলাকায় এসে নিয়ন্ত্রণ হারায়। বাসটি উল্টে যায় মহাসড়কে। এতে এক যাত্রী ও কমপক্ষে ১০ জন আহত হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত