Ajker Patrika

হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির দ্বি-বার্ষিকী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অত্র বিদ্যালয়ের কক্ষে সকাল ১০টা থেকে শুরু করে বিকেল ৪টা পর্যন্ত ভোটাররা বিরতিহীনভাবে ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচিত অভিভাবক সদস্যরা হলেন-ইয়াকুব আলী (৩৮৫) শফিকুল ইসলাম (৩৪১), ডা. জসিম উদ্দিন (৩৪০) এবং আব্দুস সত্তার (৩২৫)। 

প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালনকারী সাটুরিয়া উপজেলা মৎস্য অফিসার ফাতেমা তুজ জোহরা আজকের পত্রিকাকে বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য হিসেবে আট জন প্রতিদ্বন্দ্বীতা করে চারজন বিজয়ী হয়েছেন। 

এই সময় উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা ও সাবেক উপজেলার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ, খ, ম নূরুল হক, সাটুরিয়া থানার ওসি (তদন্ত) মহব্বত হোসেন, হরগজ ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান জ্যোতি, প্রধান শিক্ষক মুহাম্মাদ বজলুর রহমান, বাংলাদেশ সাংবাদিক সমিতি সাটুরিয়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী লুৎফর রহমান,মানিকগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য মো. আমজাদ হোসেন লাল মিয়া প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত