Ajker Patrika

কালিহাতীতে ৫০ লিটার দেশীয় চোলাই মদসহ গ্রেপ্তার ২ 

প্রতিনিধি, কালিহাতী (টাঙ্গাইল)
কালিহাতীতে ৫০ লিটার দেশীয় চোলাই মদসহ গ্রেপ্তার ২ 

কালিহাতীতে র‍্যাবের অভিযানে ৫০ লিটার দেশীয় চোলাই মদসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার ভোর পৌনে ছয়টায় তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, রামপুর গ্রামের মোতালেবের ছেলে মিজানুর রহমান (৩০) ও মিন্টু মিয়ার ছেলে সুজন বাবু (২৫)। 

উপজেলার রামপুর এলাকার ব্রিজ পারের একটি তাঁত কারখানার সামনের পাকা সড়ক থেকে তাঁদের আটক র‍্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল। আটককৃতরা হলেন, 

র‍্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মো. এরশাদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে কালিহাতীর রামপুর এলাকার মিলন মিয়ার তাঁত কারখানার সামনে অভিযান চালানো হয়। এ সময় ৫০ লিটার দেশীয় চোলাই মদসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কালিহাতী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬ (১) এর ২৪ (খ) ধারায় মাদক মামলা দায়ের করা হয়েছে। 

কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান এ বিষয়ে আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত