Ajker Patrika

রেলের টিকিট কালোবাজারি এখন নেই: রেলমন্ত্রী

রাজবাড়ী প্রতিনিধি
আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ১৫: ৪৭
রেলের টিকিট কালোবাজারি এখন নেই: রেলমন্ত্রী

রেলের টিকিট কালোবাজারি এখন নেই। আসন্ন ঈদযাত্রায় ট্রেনযাত্রীদের ভোগান্তি কমাতে যে ব‍্যবস্থাগুলো নেওয়া হয়েছে, এর থেকে ভালো ব্যবস্থা হতে পারে না। এবার মানুষের কোনো অভিযোগ নেই বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। 

শুক্রবার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে স্মার্ট উপহার ল‍্যাপটপ বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। 

এ সময় মন্ত্রী বলেন, রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থেকে দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত আন্তনগর এবং চুয়াডাঙ্গার দর্শনা থেকে গোয়ালন্দ ঘাট পর্যন্ত শাটল ট্রেন চালু করা হবে। 

এর আগে বেলা সাড়ে ১১টায় রাজবাড়ী জেলা প্রশাসন, তথ‍্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তর এবং ব‍্যাবিলন রিসোর্সেস লিমিটেডের আয়োজনে ‘হার পাওয়ার’ প্রকল্পের মাধ্যমে প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়নের লক্ষ্যে জেলার পাংশা-কালুখালী-বালিয়াকান্দি উপজেলার ৭৫ জন নারীর মধ্যে ল‍্যাপটপ বিতরণ করা হয়। 

এ সময় জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল মোর্শেদ আরুজ, পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ (পিপিএম)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত