Ajker Patrika

ঢাকার অনেক পুলিশ বক্সে পুলিশ নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ১০: ২৭
ঢাকার অনেক পুলিশ বক্সে পুলিশ নেই

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গতকাল শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় রাস্তা অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে ঢাকার পুলিশ বক্সগুলোতে পুলিশ সদস্যদের উপস্থিতি তেমন একটা দেখা যায়নি। কিছু কিছু জায়গায় সীমিতসংখ্যক পুলিশ সদস্য ছিলেন। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে গতকাল এমন চিত্র দেখা গেছে।

এ বিষয়ে কথা হলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মুনিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, বর্তমানে ডিএমপির ট্রাফিক ও অপরাধ বিভাগ একসঙ্গে কাজ করছে। কোনো কোনো এলাকায় নিরাপত্তাজনিত কারণে কিছু সদস্যকে কমানো হয়েছে। তবে সব এলাকাতেই ট্রাফিক পুলিশ রয়েছে।’

রাজধানীর নীলক্ষেত এলাকার এক বাসিন্দা জানান, নীলক্ষেত মোড় পুলিশ বক্স আগুন দিয়ে পোড়ানোর পর থেকে সেখানে আর পুলিশ দেখা যায়নি।

গতকাল রামপুরা পুলিশ বক্সে পুলিশ দেখা যায়নি বলে জানিয়েছেন এই এলাকার এক বাসিন্দা।

গতকাল সরেজমিন আজিমপুর মোড়, পলাশী মোড়, নীলক্ষেত মোড়ে দুই-একজন পুলিশ সদস্য দেখা গেছে। হোটেল কন্টিনেন্টালের সামনে ও লাভ রোডে পুলিশ সদস্যদের দেখা যায়নি।

এদিকে আগারগাঁও, বিজয় সরণিতে অল্পসংখ্যক পুলিশ সদস্য দেখা গেছে। জাতীয় প্রেসক্লাব ও কাকরাইল এলাকায়ও তেমন পুলিশ সদস্য ছিলেন না।

মেরাদিয়া এলাকার এক ট্রাকচালক বলেন, সকাল থেকে এ এলাকায় কোনো পুলিশ সদস্য দেখা যাচ্ছে না। আগে তাঁদের গাড়ি থামিয়ে চাঁদা তুলত পুলিশ। সকাল থেকে পুলিশ সদস্যদের অনুপস্থিতিতে তাঁরা খুশি।

জানা যায়, চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে এখন পর্যন্ত শিশু, ছাত্রসহ দুই শতাধিক নিহতের ঘটনা ঘটেছে। ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বিভিন্ন স্থাপনায়। এর মধ্যে রাজধানীতে ৬৯টি ট্রাফিক পুলিশ বক্স, দুটি উপকমিশনার কার্যালয়, চারটি এসি ট্রাফিক কার্যালয় ও দুটি পুলিশ ফাঁড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত