Ajker Patrika

নারী অধিকার কমিশন গঠনের দাবিতে সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ২২: ২৯
নারী অধিকার কমিশন গঠনের দাবিতে সমাবেশ

সমান অধিকার, ন্যায্যতা ও নিরাপত্তা প্রতিষ্ঠায় প্রয়োজনীয় সংস্কার ও পদক্ষেপের জন্য ‘নারী অধিকার কমিশন’ গঠনের দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠন নারী সংহতি। আজ শুক্রবার বিকেল ৪টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক সমাবেশে এ দাবি জানায় তারা।

নারী সংহতির সভাপতি শ্যামলী শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অপরাজিতা চন্দ। অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি ও আলোকচিত্রী তাসলিমা আখতার, সহসাধারণ সম্পাদক রেবেকা নীলা প্রমুখ। 

বক্তারা বলেন, দেশে এখনো হরহামেশা নারীরা যৌন হয়রানির শিকার হচ্ছেন। পোশাকের কারণে নারীকে নানাভাবে হেনস্তা করা হচ্ছে। রাষ্ট্রীয় ও আইনগত ক্ষেত্রেও নারী এখনো বৈষম্যের শিকার। এমন পরিস্থিতিতে নারীদের সমান অধিকার নিশ্চিত করতে নারী অধিকার কমিশন প্রয়োজন। 

সংহতি জানিয়ে সমাবেশে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. স্নিগ্ধা রিজওয়ানা, উদ্যোক্তা তাসলিমা মিজি, ফটোজার্নালিস্ট ও অ্যাকটিভিস্ট জান্নাতুল মাওয়া, অধিকারকর্মী ওয়ারদা আশরাফ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. বুশরা জামান, নৃবিজ্ঞানী দিলশাদ স্বাতি, শৈশবের প্রতিষ্ঠাতা ফারহানা মান্নান, রাষ্ট্র সংস্কার আন্দোলনের জাকিয়া শিশির, ফাতেমা সুলতানা শুভ্রা, ব্যারিস্টার সাদিয়া আরমান, হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা, বৈষম্যবিরোধী ছাত্রনেতা নুসরাত হকসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত