গাজীপুর প্রতিনিধি
বেতন বাড়ানোর ঘোষণার পরেও গাজীপুর মহানগরীর কোনাবাড়ী, জরুনসহ বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকদের দ্বারা বিক্ষোভ ও সড়কে আগুন জ্বালিয়ে অবরোধের ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের ছোড়া টিয়ার শেলের আঘাতে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।
শ্রমিক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ৭ নভেম্বর পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়। কিন্তু এতে সন্তুষ্ট হননি শ্রমিকেরা। ফলে বুধবার সকাল থেকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী, জরুন, বাইমাইলসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু করেন তাঁরা। একপর্যায়ে শ্রমিকেরা বিভিন্ন সড়ক অবরোধ করে কাঠ ও টায়ারে আগুন ধরিয়ে দেন। এ ছাড়া বিভিন্ন যানবাহন ভাঙচুরের চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এদিকে শ্রমিকেরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।
শ্রমিক ও এলাকাবাসী সূত্রে আরও জানা যায়, সকাল ৯টার দিকে শ্রমিক-পুলিশের মধ্যে ধাওয়া ও পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এ সময়ে পুলিশ উত্তেজিত শ্রমিকদের নিয়ন্ত্রণ করতে টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। পুলিশের ছোড়া টিয়ার শেল ও রাবার বুলেটের আঘাতে অন্তত ১০ জন শ্রমিক আহত হন। আহতদের উদ্ধার করে কোনাবাড়ী পপুলার, কোনাবাড়ী ক্লিনিক ও গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ, থানার পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবির সদস্য মোতায়েন করা হয়েছে।
গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন বলেন, ‘আন্দোলনকারী শ্রমিকেরা কয়েকটি আঞ্চলিক সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে রাখেন। এ ছাড়া ভাঙচুরের চেষ্টা করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। কয়েকজন আহত হওয়ার খবর আমরা পেয়েছি।’
তিনি আরও বলেন, বর্তমানে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
বেতন বাড়ানোর ঘোষণার পরেও গাজীপুর মহানগরীর কোনাবাড়ী, জরুনসহ বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকদের দ্বারা বিক্ষোভ ও সড়কে আগুন জ্বালিয়ে অবরোধের ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের ছোড়া টিয়ার শেলের আঘাতে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।
শ্রমিক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ৭ নভেম্বর পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়। কিন্তু এতে সন্তুষ্ট হননি শ্রমিকেরা। ফলে বুধবার সকাল থেকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী, জরুন, বাইমাইলসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু করেন তাঁরা। একপর্যায়ে শ্রমিকেরা বিভিন্ন সড়ক অবরোধ করে কাঠ ও টায়ারে আগুন ধরিয়ে দেন। এ ছাড়া বিভিন্ন যানবাহন ভাঙচুরের চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এদিকে শ্রমিকেরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।
শ্রমিক ও এলাকাবাসী সূত্রে আরও জানা যায়, সকাল ৯টার দিকে শ্রমিক-পুলিশের মধ্যে ধাওয়া ও পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এ সময়ে পুলিশ উত্তেজিত শ্রমিকদের নিয়ন্ত্রণ করতে টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। পুলিশের ছোড়া টিয়ার শেল ও রাবার বুলেটের আঘাতে অন্তত ১০ জন শ্রমিক আহত হন। আহতদের উদ্ধার করে কোনাবাড়ী পপুলার, কোনাবাড়ী ক্লিনিক ও গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ, থানার পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবির সদস্য মোতায়েন করা হয়েছে।
গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন বলেন, ‘আন্দোলনকারী শ্রমিকেরা কয়েকটি আঞ্চলিক সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে রাখেন। এ ছাড়া ভাঙচুরের চেষ্টা করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। কয়েকজন আহত হওয়ার খবর আমরা পেয়েছি।’
তিনি আরও বলেন, বর্তমানে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
রংপুরের গঙ্গাচড়ায় ফেসবুকে ধর্মীয় কটূক্তির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে ধর্মীয় কটূক্তির অভিযোগে পাশের এলাকা থেকে লোকজন এসে এক দফায় ওই যুবকের বাড়ি মনে করে অন্য একজনের বাড়িতে ভাঙচুর চালান। আরেক দফায় হিন্দুপল্লিতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। এতে ১২টির মতো পরিবারের ঘরবাড়ি তছনছ করা হয়
২ মিনিট আগেহবিগঞ্জের মাধবপুরে ফেনসিডিল পাচারের মামলায় বাবুল মিয়া (৩৮) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আরেক আসামি রুবেল মিয়াকে বেকসুর খালাস প্রদান করা হয়।
১০ মিনিট আগেজামালপুরের মাদারগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহিদুল হাসানের বিরুদ্ধে টাকার বিনিময়ে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে আদালতে প্রতিবেদন দাখিলের আনীত অভিযোগের তদন্তের শুরু করেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। আজ রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন অভিযোগ তদন্তকারী কর্মকর্তা ও জামালপুর পুলিশ কন্ট্রোল রুম
১২ মিনিট আগেশেরপুর সদর উপজেলা বিএনপি ও শেরপুর শহর বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে। আজ রোববার (২৭ জুলাই) দুপুরে শেরপুর শহরের নির্ঝর কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম ওই দুটি কমিটি ঘোষণা করেন।
২১ মিনিট আগে