Ajker Patrika

বিটিআইর কার্যকারিতা পাওয়া গেছে: মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিটিআইর কার্যকারিতা পাওয়া গেছে: মেয়র আতিক

মশা মারার জৈব কীটনাশক বিটিআই নিয়ে বিতর্ক ওঠার পর, এটা বেশ কার্যকর বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, বিটিআই দেশে আনার পরে জাহাঙ্গীরনগর কীটতত্ত্ব বিভাগে পরীক্ষা করা হয়, সেখানে কার্যকর প্রমাণিত হয়েছে। ডিএনসিসির ইভ্যুলেশন কমিটি এটি পরীক্ষা করেছে। তারাও কার্যকর রেজাল্ট দিয়েছে। আইইডিসিআরসহ সবাই এটাকে কার্যকর বলেছে।

আজ বুধবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটি এলাকায় অভিযানে এসে সাংবাদিকদের ডিএনসিসি মেয়র এসব কথা বলেন।

সিঙ্গাপুর থেকে জৈব কীটনাশক আনা হয়েছে কিনা এ বিষয়ে এক প্রশ্নের জবাবে আতিকুল ইসলাম জানান, আমদানিকারক প্রতিষ্ঠান মার্শাল এগ্রোভেট যেহেতু দাবি করেছে তারা সিঙ্গাপুরের বেস্ট ক্যামিকেলস থেকে এনেছে এ জন্য তাদের কাছে প্রমাণসহ তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে জানতে চাওয়া হয়েছে, তারা কোন কোম্পানি থেকে এনেছে, কার মাধ্যমে এনেছে। আর মাত্র পাঁচ টন বিটিআই আনা হয়েছে পরীক্ষামূলকভাবে। চাইলে বিটিআই সংগ্রহ করে যে কেউ পরীক্ষা করে দেখতে পারবেন এটা কার্যকরী বিটিআই কিনা। মার্শালের বিরুদ্ধে অন্যায়ের প্রমাণ পাওয়া গেলে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ‘বিটিআই আমদানির বিষয়ে উদ্ভিদ সংরক্ষণ উইংকে আমরা চিঠি দিয়েছি। তারা জানিয়েছে বিটিআই আমদানি করা যাবে। ফলে পিপিআর অনুযায়ী টেন্ডারে সবচেয়ে কম দরদাতা কোম্পানিকে কাজটি দেওয়া হয়েছে।’

ডেঙ্গুর প্রকোপের বিষয়ে ডিএনসিসি মেয়র বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনে ডেঙ্গুর প্রকোপ কিছুটা কম। মহাখালী ডিএনসিসি হাসপাতালের অধিকাংশই ঢাকার বাইরের রোগী। অর্থাৎ মানুষ সচেতন হয়েছে কারণ তারা জরিমানা দিয়েছে। আমরা সচেতনতা বাড়াতে প্রচারণাও চালাচ্ছি। গত দেড় মাসে যেখানে অভিযান চালানো হয়েছে সেখানে আবারও রিভার্স অভিযান চলবে। দেড় মাসে প্রায় দেড়কোটি টাকা জরিমানা করা হয়েছে। পুরোটাই রাজস্ব বিভাগে জমা হয়েছে। যদি এই টাকাটা সিটি করপোরেশন পেত তবে এই টাকা মশক নিধনে ও জনসচেতনতায় ব্যয় করা যেত।’

মোহাম্মদপুরে অভিযান শেষে সাংবাদিকদের উপস্থিতিতে গুলশানে ডিএনসিসি নগর ভবনে বিটআই পরীক্ষা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার। তিনি বলেন, ‘এখন যে টেস্ট করা হলো ছয় ঘণ্টার মধ্যে এটির রেজাল্ট পাওয়া যাবে। এর আগে জাহাঙ্গীর নগরের ল্যাবের টেস্টে শতভাগ কার্যকরী রেজাল্ট পাওয়া গেছে।’

জৈব কীটনাশকের পুরো নাম ব্যাসিলাস থুরিংয়েইনসিস ইসরায়েলেনসিস। গত ৭ আগস্ট ঢাকার গুলশানে এর প্রয়োগের কাজ উদ্বোধন করেন মেয়র আতিকুল ইসলাম। তখন ডিএনসিসি থেকে জানানো হয়, সিঙ্গাপুরের বেস্ট কেমিক্যালস কোম্পানি থেকে পাঁচ টন বিটিআই আনা হয়েছে। প্রতি কেজির দাম পড়েছে ৩ হাজার ৩৮৫ টাকা করে। সে হিসাবে পাঁচ টনের দাম পড়েছে ১ কোটি ৬৯ লাখ ২৫ হাজার টাকা।

তবে বেস্ট কেমিক্যালস সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় জানায়, বাংলাদেশি কোম্পানি মার্শাল অ্যাগ্রোভেট কেমিক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মাধ্যমে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে ৫ টন বিটিআই পাঠানোর খবরটি তাদের নজরে এসেছে। সেখানে ‘প্রতারণামূলকভাবে’ তাদের নামটি ব্যবহার করা হয়েছে। তারা এই বিটিআই সরবরাহ করেনি। ওই বার্তায় বলা হয়, বেস্ট কেমিক্যালসের নাম ব্যবহার করে বিটিআই উৎপাদন, বিক্রি বা সরবরাহকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত