Ajker Patrika

ঝিনাইদহে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ১৬: ৩০
মোশাররফ হোসেন। ছবি: সংগৃহীত
মোশাররফ হোসেন। ছবি: সংগৃহীত

ঝিনাইদহ সদরের দিঘিরপাড় এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মোশাররফ হোসেন (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। আজ বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মোশাররফ হোসেন ওই গ্রামের সমসের আলী মোল্লার ছেলে। তিনি পেশায় কৃষক।

জানা গেছে, দিঘিরপাড় গ্রামে মোশাররফ হোসেন ও কুদ্দুস মোল্লার মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এরা দুজনই আগে আওয়ামী লীগের রাজনীতি করতেন। ৫ আগস্টের পর তাঁরা বিএনপিতে যোগ দেন।

তাঁদের মধ্যে মোশাররফ হোসেন স্থানীয় বিএনপি নেতা শাহাবুর রহমানের পক্ষে এবং কুদ্দুস মোল্লা অপর বিএনপি নেতা মাহাবুর আলী মল্লিকের পক্ষে সমর্থন দেন। ফলে মোশাররফ ও কুদ্দুসের বিরোধ রাজনৈতিক বিরোধে রূপ নেয়। তারই জেরে আজ দুপুরে শাহাবুর রহমান ও মাহাবুর আলীর সমর্থকদের মধ্যে দিঘিরপাড় গ্রামে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের অন্তত ২১ জন আহত হন। পরে তাঁদের মধ্যে কয়েকজনকে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মোশাররফ হোসেনকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

সচিবালয়ে শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে সিপিবি-বাসদের ওয়াকআউট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত