উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর দক্ষিণখানে মাদকসহ আটকের পর হাতকড়া পরা অবস্থায় মঈন উদ্দিন (৪০) নামের এক মাদক ব্যবসায়ী পুলিশের হেফাজত থেকে পালিয়েছে। এ ঘটনায় ওই মাদক ব্যবসায়ীর স্ত্রী স্বপ্না আক্তারকে (৩০) আটক করেছে পুলিশ। দক্ষিণখানের দেওয়ান সিটি মোড় থেকে গতকাল রোববার বিকেল ৪টার দিকে হাতকড়াসহ পালিয়ে যায় মঈন।
এলাকাবাসী জানান, বিকেল ৪টার দিকে দেওয়ান সিটি সড়ক থেকে ইয়াবাসহ মঈনকে আটক করে দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) রেজিয়া খাতুনের সিভিল টিম। পরে তাঁকে নিয়ে তাঁর বাসায় মাদক উদ্ধার অভিযান চালানোর সময় হাতকড়াসহ পালিয়ে যায় মঈন। তখন তাঁর বউকে মারধর করতে করতে থানায় নিয়ে পুলিশ।
দেওয়ান সিটি সড়কে ভ্যানে করে গেঞ্জি বিক্রেতা কুলকুল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘অটোরিকশা দিয়ে উত্তরার দিকে এক লোক যাওয়ার সময় পুলিশ পেছন দিক থেকে দৌড়ে অটোরিকশা থামায়। পরে রিকশা থেকে এক লোককে আটক করে।’
দেওয়ান সিটি কাঁচাবাজারের ফল ব্যবসায়ী আশরাফ আজকের পত্রিকাকে বলেন, ‘আমার পাশের সিয়াম জেনারেল স্টোরের দোকানদার মঈনকে পুলিশ ইয়াবাসহ গ্রেপ্তার করেছিল। পরে হাতকড়াসহ তিনি পালিয়েছে। এরপর মুদি দোকানেও পুলিশ এসে তল্লাশি চালিয়েছে।’
পলাতক মঈন উদ্দিনের সপ্তম শ্রেণির পড়ুয়া মেয়ে সানজিদা আজকের পত্রিকাকে বলেন, ‘আমি দোকানে ছিলাম। আমার মা খাওয়া দাওয়া করার জন্য বাসায় এসেছিল। পরে পুলিশ মাকে মারধর করে থানায় নিয়ে গেছে।’ কি কারণে আটক করেছে জানতে চাইলে সানজিদা বলেন, ‘আমার বাবাকে নাকি পুলিশ আটক করেছিল। পরে সে পালিয়ে যাওয়ার কারণে মাকে আটক করে থানায় নিয়ে গেছে।’
মঈনের বাড়ির অন্যান্য বাসিন্দারা আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ হাতকড়াসহ মঈনকে ধরে বাসায় নিয়ে এসেছিল। তখন সঙ্গে পুরুষ পুলিশও ছিল। পরে বাসা তল্লাশি করার সময় পেছন দিক দিয়ে বের হয় ছাদের ওপর দিক থেকে তিনি পালিয়ে যায়। এরপরই তাঁর স্ত্রী স্বপ্নাকে অনেক মারধর করে থানায় নিয়ে গেছে।’
এ বিষয়ে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মামুনুর রহমান হাতকড়াসহ পালিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করে আজকের পত্রিকাকে বলেন, ‘মাদক উদ্ধার অভিযানকালে ২৫০ জন ইয়াবাসহ একজন নারীকে আটক করা হয়েছে। এ সময় তাঁর স্বামী পালিয়ে গেছে।’
রাজধানীর দক্ষিণখানে মাদকসহ আটকের পর হাতকড়া পরা অবস্থায় মঈন উদ্দিন (৪০) নামের এক মাদক ব্যবসায়ী পুলিশের হেফাজত থেকে পালিয়েছে। এ ঘটনায় ওই মাদক ব্যবসায়ীর স্ত্রী স্বপ্না আক্তারকে (৩০) আটক করেছে পুলিশ। দক্ষিণখানের দেওয়ান সিটি মোড় থেকে গতকাল রোববার বিকেল ৪টার দিকে হাতকড়াসহ পালিয়ে যায় মঈন।
এলাকাবাসী জানান, বিকেল ৪টার দিকে দেওয়ান সিটি সড়ক থেকে ইয়াবাসহ মঈনকে আটক করে দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) রেজিয়া খাতুনের সিভিল টিম। পরে তাঁকে নিয়ে তাঁর বাসায় মাদক উদ্ধার অভিযান চালানোর সময় হাতকড়াসহ পালিয়ে যায় মঈন। তখন তাঁর বউকে মারধর করতে করতে থানায় নিয়ে পুলিশ।
দেওয়ান সিটি সড়কে ভ্যানে করে গেঞ্জি বিক্রেতা কুলকুল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘অটোরিকশা দিয়ে উত্তরার দিকে এক লোক যাওয়ার সময় পুলিশ পেছন দিক থেকে দৌড়ে অটোরিকশা থামায়। পরে রিকশা থেকে এক লোককে আটক করে।’
দেওয়ান সিটি কাঁচাবাজারের ফল ব্যবসায়ী আশরাফ আজকের পত্রিকাকে বলেন, ‘আমার পাশের সিয়াম জেনারেল স্টোরের দোকানদার মঈনকে পুলিশ ইয়াবাসহ গ্রেপ্তার করেছিল। পরে হাতকড়াসহ তিনি পালিয়েছে। এরপর মুদি দোকানেও পুলিশ এসে তল্লাশি চালিয়েছে।’
পলাতক মঈন উদ্দিনের সপ্তম শ্রেণির পড়ুয়া মেয়ে সানজিদা আজকের পত্রিকাকে বলেন, ‘আমি দোকানে ছিলাম। আমার মা খাওয়া দাওয়া করার জন্য বাসায় এসেছিল। পরে পুলিশ মাকে মারধর করে থানায় নিয়ে গেছে।’ কি কারণে আটক করেছে জানতে চাইলে সানজিদা বলেন, ‘আমার বাবাকে নাকি পুলিশ আটক করেছিল। পরে সে পালিয়ে যাওয়ার কারণে মাকে আটক করে থানায় নিয়ে গেছে।’
মঈনের বাড়ির অন্যান্য বাসিন্দারা আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ হাতকড়াসহ মঈনকে ধরে বাসায় নিয়ে এসেছিল। তখন সঙ্গে পুরুষ পুলিশও ছিল। পরে বাসা তল্লাশি করার সময় পেছন দিক দিয়ে বের হয় ছাদের ওপর দিক থেকে তিনি পালিয়ে যায়। এরপরই তাঁর স্ত্রী স্বপ্নাকে অনেক মারধর করে থানায় নিয়ে গেছে।’
এ বিষয়ে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মামুনুর রহমান হাতকড়াসহ পালিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করে আজকের পত্রিকাকে বলেন, ‘মাদক উদ্ধার অভিযানকালে ২৫০ জন ইয়াবাসহ একজন নারীকে আটক করা হয়েছে। এ সময় তাঁর স্বামী পালিয়ে গেছে।’
মাঝনদীতে আটকা পড়া এসব ফেরিতে ১৫টির মতো যাত্রীবাহী বাস আছে। এসব বাসের যাত্রীরা কনকনে শীতে চরম ভোগান্তিতে পড়েছেন। এদিকে পাটুরিয়া ঘাটে ৩০টির মতো যাত্রীবাহী বাস এবং শতাধিক পণ্যবাহী যানবাহন আটকা পড়েছে।
৩৯ মিনিট আগেটঙ্গীতে প্রথম ধাপের বিশ্ব ইজতেমায় ইয়াকুব আলী (৬০) নামের আরেক মুসল্লির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ইজতেমা ময়দানে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে গভীর রাতে তাঁর মৃত্যু হয়। ইয়াকুব আলী হবিগঞ্জের বাহুবল উপজেলার রাধবপুর গ্রামের নওয়াব উল্লাহ ছেলে।
৪১ মিনিট আগেরাজধানীর আদাবরে গত বৃহস্পতিবার দিনদুপুরে ছিনতাইকারীদের চাপাতির কোপে সুমন শেখ (২৬) নামে এক যুবকের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। তাঁর কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। ভুক্তভোগী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
৪২ মিনিট আগেঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার রাত ১২টা থেকে এই পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আজ শনিবার সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
২ ঘণ্টা আগে