Ajker Patrika

দক্ষিণখানে হাতকড়াসহ আসামির পলায়ন, স্ত্রী আটক

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
দক্ষিণখানে হাতকড়াসহ আসামির পলায়ন, স্ত্রী আটক

রাজধানীর দক্ষিণখানে মাদকসহ আটকের পর হাতকড়া পরা অবস্থায় মঈন উদ্দিন (৪০) নামের এক মাদক ব্যবসায়ী পুলিশের হেফাজত থেকে পালিয়েছে। এ ঘটনায় ওই মাদক ব্যবসায়ীর স্ত্রী স্বপ্না আক্তারকে (৩০) আটক করেছে পুলিশ। দক্ষিণখানের দেওয়ান সিটি মোড় থেকে গতকাল রোববার বিকেল ৪টার দিকে হাতকড়াসহ পালিয়ে যায় মঈন।

এলাকাবাসী জানান, বিকেল ৪টার দিকে দেওয়ান সিটি সড়ক থেকে ইয়াবাসহ মঈনকে আটক করে দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) রেজিয়া খাতুনের সিভিল টিম। পরে তাঁকে নিয়ে তাঁর বাসায় মাদক উদ্ধার অভিযান চালানোর সময় হাতকড়াসহ পালিয়ে যায় মঈন। তখন তাঁর বউকে মারধর করতে করতে থানায় নিয়ে পুলিশ। 

দেওয়ান সিটি সড়কে ভ্যানে করে গেঞ্জি বিক্রেতা কুলকুল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘অটোরিকশা দিয়ে উত্তরার দিকে এক লোক যাওয়ার সময় পুলিশ পেছন দিক থেকে দৌড়ে অটোরিকশা থামায়। পরে রিকশা থেকে এক লোককে আটক করে।’ 

দেওয়ান সিটি কাঁচাবাজারের ফল ব্যবসায়ী আশরাফ আজকের পত্রিকাকে বলেন, ‘আমার পাশের সিয়াম জেনারেল স্টোরের দোকানদার মঈনকে পুলিশ ইয়াবাসহ গ্রেপ্তার করেছিল। পরে হাতকড়াসহ তিনি পালিয়েছে। এরপর মুদি দোকানেও পুলিশ এসে তল্লাশি চালিয়েছে।’ 

পলাতক মঈন উদ্দিনের সপ্তম শ্রেণির পড়ুয়া মেয়ে সানজিদা আজকের পত্রিকাকে বলেন, ‘আমি দোকানে ছিলাম। আমার মা খাওয়া দাওয়া করার জন্য বাসায় এসেছিল। পরে পুলিশ মাকে মারধর করে থানায় নিয়ে গেছে।’ কি কারণে আটক করেছে জানতে চাইলে সানজিদা বলেন, ‘আমার বাবাকে নাকি পুলিশ আটক করেছিল। পরে সে পালিয়ে যাওয়ার কারণে মাকে আটক করে থানায় নিয়ে গেছে।’

মঈনের বাড়ির অন্যান্য বাসিন্দারা আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ হাতকড়াসহ মঈনকে ধরে বাসায় নিয়ে এসেছিল। তখন সঙ্গে পুরুষ পুলিশও ছিল। পরে বাসা তল্লাশি করার সময় পেছন দিক দিয়ে বের হয় ছাদের ওপর দিক থেকে তিনি পালিয়ে যায়। এরপরই তাঁর স্ত্রী স্বপ্নাকে অনেক মারধর করে থানায় নিয়ে গেছে।’ 

এ বিষয়ে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মামুনুর রহমান হাতকড়াসহ পালিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করে আজকের পত্রিকাকে বলেন, ‘মাদক উদ্ধার অভিযানকালে ২৫০ জন ইয়াবাসহ একজন নারীকে আটক করা হয়েছে। এ সময় তাঁর স্বামী পালিয়ে গেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত