মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশ পরিচয়ে গোপাল রাজবংশী নামে এক ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুষ্টকামুরী চড়পাড়ায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ী উপজেলার বাওয়ার কুমারজানি পূর্বপাড়া গ্রামের নারায়ন চন্দ্র রাজবংশীর ছেলে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এ উপজেলায় ২৬ কিলোমিটার মহাসড়ক। পুলিশ নিয়মিত টহলে থাকেন। তারপরও ফাঁক পেয়ে দুষ্কৃতকারীরা অপরাধ ঘটিয়ে থাকে।’ দুষ্কৃতকারীদের চক্রটিকে গ্রেপ্তার করতে পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হচ্ছে বলে তিনি জানান।
জানা গেছে, ব্যবসায়ী গোপাল রাজবংশী প্রতিদিনের মতো সোমবার ভোরে অটোরিকশাযোগে উপজেলার পাকুল্যা বাজারের মাছের আড়তে যাচ্ছিলেন। পথে মহাসড়কের পুষ্টকামুরী চড়পাড়ায় পৌঁছালে দুটি মোটরসাইকেল নিয়ে তিনজন তার অটো রিকশার গতিরোধ করে। তাদের মধ্যে দুজন পুলিশের পোশাক এবং অপরজন কালো শার্ট ও হেলমেট পরিহিত ছিল।
তারা নিজেদের পুলিশের সদস্য পরিচয় দিয়ে ব্যবসায়ী গোপাল ও অটোরিকশাচালককে জিজ্ঞাসাবাদ করে। এর ফাঁকে গোপাল তার পকেটে থাকা ৫৬ হাজার ২৫ টাকা নিজের বস্তার ভেতর রাখেন। পুলিশ সদস্য পরিচয় দেওয়া ছিনতাইকারীরা ব্যবসায়ী গোপালের দেহ তল্লাশি করে কিছু না পেয়ে চলে যায়। কিছু দূর যাওয়ার পর আবার ফিরে এসে বস্তায় তল্লাশি চালিয়ে ৫৬ হাজার ২৫ টাকা পেয়ে নিয়ে যায়।
ভুক্তভোগী গোপাল রাজবংশী আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ পরিচয় দেওয়ার পর সাহস পেয়েছিলাম। পরে তারা তল্লাশি চালালে ভয় লাগে। ভয়ে এক ফাঁকে পকেটের টাকা বস্তার ভেতরে রাখি। তাতেও টাকা রক্ষা করতে পারিনি। আমি গরিব মানুষ। ধার-দেনা করে টাকার ব্যবস্থা করে পাকুল্যা বাজার থেকে মাছ কিনে দেওয়াটা বাজারে বিক্রি করি। এ বিষয়ে থানায় মৌখিক অভিযোগ করেছি।’ আজ (মঙ্গলবার) লিখিত অভিযোগ করবেন বলে তিনি জানান।
টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশ পরিচয়ে গোপাল রাজবংশী নামে এক ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুষ্টকামুরী চড়পাড়ায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ী উপজেলার বাওয়ার কুমারজানি পূর্বপাড়া গ্রামের নারায়ন চন্দ্র রাজবংশীর ছেলে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এ উপজেলায় ২৬ কিলোমিটার মহাসড়ক। পুলিশ নিয়মিত টহলে থাকেন। তারপরও ফাঁক পেয়ে দুষ্কৃতকারীরা অপরাধ ঘটিয়ে থাকে।’ দুষ্কৃতকারীদের চক্রটিকে গ্রেপ্তার করতে পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হচ্ছে বলে তিনি জানান।
জানা গেছে, ব্যবসায়ী গোপাল রাজবংশী প্রতিদিনের মতো সোমবার ভোরে অটোরিকশাযোগে উপজেলার পাকুল্যা বাজারের মাছের আড়তে যাচ্ছিলেন। পথে মহাসড়কের পুষ্টকামুরী চড়পাড়ায় পৌঁছালে দুটি মোটরসাইকেল নিয়ে তিনজন তার অটো রিকশার গতিরোধ করে। তাদের মধ্যে দুজন পুলিশের পোশাক এবং অপরজন কালো শার্ট ও হেলমেট পরিহিত ছিল।
তারা নিজেদের পুলিশের সদস্য পরিচয় দিয়ে ব্যবসায়ী গোপাল ও অটোরিকশাচালককে জিজ্ঞাসাবাদ করে। এর ফাঁকে গোপাল তার পকেটে থাকা ৫৬ হাজার ২৫ টাকা নিজের বস্তার ভেতর রাখেন। পুলিশ সদস্য পরিচয় দেওয়া ছিনতাইকারীরা ব্যবসায়ী গোপালের দেহ তল্লাশি করে কিছু না পেয়ে চলে যায়। কিছু দূর যাওয়ার পর আবার ফিরে এসে বস্তায় তল্লাশি চালিয়ে ৫৬ হাজার ২৫ টাকা পেয়ে নিয়ে যায়।
ভুক্তভোগী গোপাল রাজবংশী আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ পরিচয় দেওয়ার পর সাহস পেয়েছিলাম। পরে তারা তল্লাশি চালালে ভয় লাগে। ভয়ে এক ফাঁকে পকেটের টাকা বস্তার ভেতরে রাখি। তাতেও টাকা রক্ষা করতে পারিনি। আমি গরিব মানুষ। ধার-দেনা করে টাকার ব্যবস্থা করে পাকুল্যা বাজার থেকে মাছ কিনে দেওয়াটা বাজারে বিক্রি করি। এ বিষয়ে থানায় মৌখিক অভিযোগ করেছি।’ আজ (মঙ্গলবার) লিখিত অভিযোগ করবেন বলে তিনি জানান।
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৫ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৫ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৬ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলনবালার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। হাসপাতালে পৌছার পর রাত ৯টার দিকে মিলন বালাও মারা যান।
৬ ঘণ্টা আগে