Ajker Patrika

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, সাভার
আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ১২: ৫৩
Thumbnail image

মজুরি বাড়ানোর দাবিতে আজ মঙ্গলবারও ঢাকার আশুলিয়ায় পোশাকশ্রমিকেরা বিক্ষোভ করছেন। সকাল থেকেই জামগড়া এলাকায় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটছে। 

শ্রমিক বিক্ষোভের কারণে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের দুই পাশের অধিকাংশ কারখানা বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বেলা সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক ছিল না।

বিক্ষুব্ধ শ্রমিক ও পুলিশ বলছে, সকাল ৮টার দিকে শ্রমিকেরা কারখানায় উপস্থিত হয়ে তাঁদের হাজিরা নিশ্চিত করার পরপরই কারখানা থেকে বের হয়ে পড়েন। এরপর তাঁরা আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে অবস্থান নিয়ে অবরোধের চেষ্টা করেন। বাধা দিলে শ্রমিকেরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেন।

পুলিশ তাঁদের ধাওয়া করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে শ্রমিকদের ছত্রভঙ্গের চেষ্টা করে। এ সময় শ্রমিকেরা বিভিন্ন অলিগলিতে ঢুকে পুলিশের ওপর থেমে থেমে হামলা করতে থাকেন।

সকাল সাড়ে ১০টার দিকে বাইপাইল বাসস্ট্যান্ড এলাকার অদূরে পলাশবাড়ী ও ইউনিক এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। শ্রমিকেরা কালিয়াকৈর-নবীনগর সড়ক ও আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে আবর্জনা ফেলে আগুন ধরানোর চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের ছত্রভঙ্গের চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম আজকের পত্রিকাকে বলেন, ‘বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকেরা আন্দোলন করছেন। শ্রমিক আন্দোলনের কারণে অধিকাংশ কারখানা আজ বন্ধ রয়েছে। পরিস্থিতির স্বাভাবিক করতে পুলিশ কাজ করে যাচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত