নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের শতাধিক সরকারি কলেজ, বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীর অংশগ্রহণে গ্রিন ইউনিভার্সিটি ক্যাম্পাসে ‘ব্যাটল অব ব্রেইনস (স্টিম এডিশন)’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার গ্রিন ইউনিভার্সিটি ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় সায়েন্স অলিম্পিয়াড, সার্কিট অলিম্পিয়াড, ট্যালেন্ট ফিউশন তথা ফটোগ্রাফি-ভিডিওসহ নানা আয়োজন ছিল। প্রতিযোগিতায় বিজয়ী প্রত্যেককে পুরস্কার হিসেবে নগদ অর্থ ও সার্টিফিকেট দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের গ্রিন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ বলেন, পৃথিবীর অন্যান্য প্রাণী থেকে মানুষ আলাদা হওয়ার মূল কারণই হলো ব্রেইন। সেই ব্রেইন নিয়ে প্রতিযোগিতার আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
টেক স্টার্টআপ এক্সপার্ট ইবতেসাম দোহা বলেন, জীবনের প্রত্যেকটি কাজ ও ব্যক্তিত্বে মৌলিকতা প্রয়োজন। অর্থাৎ একজন মানুষ ও তার কর্ম যেমনই হোক, সেটার বহিঃপ্রকাশ ঘটাতে হবে। তবেই সফলতা আসবে।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল আজাদ বলেন, অনেকগুলো বড় অনুষঙ্গ নিয়ে ছোট আকারে এ ধরনের প্রতিযোগিতার আয়োজন নিঃসন্দেহে কঠিন কাজ। ভবিষ্যতে এমন আরও উদ্যোগ গ্রহণ করতে সংশ্লিষ্টদের উৎসাহ দেন তিনি।
বিভাগীয় চেয়ারপারসন অধ্যাপক ড. এএসএম শিহাবুদ্দিন অংশগ্রহণকারী সব প্রতিযোগীকে অভিনন্দন জানান। তিনি বলেন, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের ভিন্ন ভিন্ন দক্ষতা অর্জনে সহায়ক হবে। পরে প্রতিযোগিতার খুঁটিনাটি তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—ইউনিভার্সিটি অব স্কলার্সের ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. আরিফুল হক সুহান, গ্রিন ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল আজাদ, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব, ইইই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এএসএম শিহাবুদ্দিন প্রমুখ।
দেশের শতাধিক সরকারি কলেজ, বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীর অংশগ্রহণে গ্রিন ইউনিভার্সিটি ক্যাম্পাসে ‘ব্যাটল অব ব্রেইনস (স্টিম এডিশন)’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার গ্রিন ইউনিভার্সিটি ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় সায়েন্স অলিম্পিয়াড, সার্কিট অলিম্পিয়াড, ট্যালেন্ট ফিউশন তথা ফটোগ্রাফি-ভিডিওসহ নানা আয়োজন ছিল। প্রতিযোগিতায় বিজয়ী প্রত্যেককে পুরস্কার হিসেবে নগদ অর্থ ও সার্টিফিকেট দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের গ্রিন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ বলেন, পৃথিবীর অন্যান্য প্রাণী থেকে মানুষ আলাদা হওয়ার মূল কারণই হলো ব্রেইন। সেই ব্রেইন নিয়ে প্রতিযোগিতার আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
টেক স্টার্টআপ এক্সপার্ট ইবতেসাম দোহা বলেন, জীবনের প্রত্যেকটি কাজ ও ব্যক্তিত্বে মৌলিকতা প্রয়োজন। অর্থাৎ একজন মানুষ ও তার কর্ম যেমনই হোক, সেটার বহিঃপ্রকাশ ঘটাতে হবে। তবেই সফলতা আসবে।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল আজাদ বলেন, অনেকগুলো বড় অনুষঙ্গ নিয়ে ছোট আকারে এ ধরনের প্রতিযোগিতার আয়োজন নিঃসন্দেহে কঠিন কাজ। ভবিষ্যতে এমন আরও উদ্যোগ গ্রহণ করতে সংশ্লিষ্টদের উৎসাহ দেন তিনি।
বিভাগীয় চেয়ারপারসন অধ্যাপক ড. এএসএম শিহাবুদ্দিন অংশগ্রহণকারী সব প্রতিযোগীকে অভিনন্দন জানান। তিনি বলেন, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের ভিন্ন ভিন্ন দক্ষতা অর্জনে সহায়ক হবে। পরে প্রতিযোগিতার খুঁটিনাটি তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—ইউনিভার্সিটি অব স্কলার্সের ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. আরিফুল হক সুহান, গ্রিন ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল আজাদ, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব, ইইই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এএসএম শিহাবুদ্দিন প্রমুখ।
জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাতকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার দুপুর ১টা ৪৫ মিনিটে দুদকের সহকারী পরিচালক শাহজাহান মিরাজের নেতৃত্বে একটি দল তাঁকে কেন্দ্রীয় কারাগার থেকে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে নিয়ে আসে।
১০ মিনিট আগে‘জীবনে কখনো এমন বিকট শব্দ শুনিনি আমি। মনে হলো একসঙ্গে ৩০-৪০টি বজ্রপাত হলো।’ এভাবেই স্কুলভবনের ওপর বিমান বিধ্বস্ত হওয়ার বিভীষিকাময় অভিজ্ঞতার কথা বর্ণনা করেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ১৮ বছর বয়সী শিক্ষার্থী আহনাফ বিন হাসান।
১৮ মিনিট আগেআবাসন সংকট, অবৈধ অস্থায়ী আদালত অপসারণ ও মাঠ দখল থেকে মুক্ত করাসহ সাত দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার শিক্ষার্থীরা। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে মাদ্রাসা-ই-আলিয়ার সাধারণ শিক্ষার্থীর ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়।
৪৪ মিনিট আগেবঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে বাতাসের তীব্রতায় জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। এতে কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।
১ ঘণ্টা আগে