Ajker Patrika

বেতন-বোনাসের দাবিতে টঙ্গীতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
বেতন-বোনাসের দাবিতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে। ছবি: আজকের পত্রিকা
বেতন-বোনাসের দাবিতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে। ছবি: আজকের পত্রিকা

বেতন-বোনাসের দাবিতে গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেছেন। শনিবার সকাল সোয়া ৯টায় টঙ্গীর হোসেন মার্কেট এলাকার বিএসআইএস অ্যাপারেলস লিমিটেড নামক কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এ অংশে দীর্ঘ যানজট তৈরি হওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে সেনাসদস্যরা এসে তাঁদের বুঝিয়ে মহাসড়ক থেকে উঠিয়ে দেন।

কারখানা সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে কারখানাটির প্রায় ১ হাজার ৫০০ শ্রমিক এপ্রিল মাসের বকেয়া বেতন, চলতি মে মাসের বেতন ও শ্রমের অতিরিক্ত মজুরি (ওভারটাইম) এবং ঈদুল আজহার বোনাসের টাকা পরিশোধের তারিখ নির্ধারণের দাবি জানান কারখানা কর্তৃপক্ষের কাছে। তবে কারখানা কতৃপক্ষ এ বিষয়ে কোনো সিন্ধান্ত জানায়নি, বরং তারা কারখানা থেকে মালামাল অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করেন।

আন্দোলনরত একাধিক শ্রমিক জানান, কারখানা মালিক কারখানার মালামাল, মেশিনসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র অন্যত্র সরিয়ে ফেলার চেষ্টা করছেন। তাই পালাক্রমে শ্রমিকেরা কারখানাটি পাহাড়া দিচ্ছেন।

কারখানার মালিক ইকবাল হোসেনের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও ওপাশ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) ইসমাইল হোসেন বলেন, কারখানার শ্রমিকেরা মহাসড়কে নেমে বিক্ষোভ করেন। পরে সেনাবাহিনীর সদস্যরা শ্রমিকদের সঙ্গে কথা বলেন। আন্দোলনরত শ্রমিকদের মহাসড়ক থেকে সরে যেতে অনুরোধ করা হলে প্রায় এক ঘণ্টা পর শ্রমিকেরা মহাসড়ক ছেড়ে কারখানার সামনের সড়কে অবস্থান নেন। শ্রমিকদের দাবির বিষয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাষ্ট্রের গোপন নথি ফাঁস: এনবিআরের দ্বিতীয় সচিব মুকিতুলের বিরুদ্ধে এবার মামলা

রক্ত কেনা যায় না—ইয়েমেনে নিমিশাকে ক্ষমা করতে অস্বীকৃতি মাহদির পরিবারের

২৫ সেকেন্ডে ১২ গুলি, হাসপাতালে গ্যাংস্টারের শরীর ঝাঁঝরা

গোপালগঞ্জে হামলার ঘটনায় ফেসবুকে সরব ইসলামপুরের পলাতক আওয়ামী নেতারা

গোপালগঞ্জে সহিংসতায় নিহত ৪ জনের ময়নাতদন্ত হলো না, প্রশ্ন এড়িয়ে গেলেন ডিআইজি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত