Ajker Patrika

টিপ পরা ছবি দিয়ে শিক্ষামন্ত্রীর প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ১৪: ২৬
টিপ পরা ছবি দিয়ে শিক্ষামন্ত্রীর প্রতিবাদ

রাজধানীর ফার্মগেট এলাকায় কপালে টিপ পরা নিয়ে পুলিশ সদস্য কর্তৃক এক শিক্ষিকাকে উত্ত্যক্ত করার ঘটনায় গত কয়েক দিন ধরেই উত্তাল রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম। এমনকি বিষয়টি জাতীয় সংসদ পর্যন্ত গড়িয়েছে। এ নিয়ে জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা। এ ছাড়া সাংবাদিক, নারী নেত্রী, সুশীল সমাজের অনেকেই নিজেদের টিপ পরা ছবি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে পোস্ট করে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। এবার এই তালিকায় যুক্ত হলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

রোববার রাতে শিক্ষামন্ত্রী তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে টিপ পরিহিত সাতটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন ‘আমি মানুষ, আমি মুসলমান, আমি বাঙালি, আমি নারী।’

শিক্ষামন্ত্রীর পোস্টে ভেরিফাইড ফেসবুক আইডি থেকে মন্তব্য করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাষাবিদ সৌমিত্র শেখর। তিনি লিখেছেন, ‘এভাবেই প্রতিবাদ হোক, তীক্ষ্ণতর হোক আমাদের ভাষা। এভাবেই এগিয়ে আসুক মুক্তিযুদ্ধ স্নাত বাঙালির আশা।’ 

এর আগে গত শনিবার সকালে রাজধানীর ফার্মগেটের সেজান পয়েন্ট বিল্ডিংয়ের সামনে তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক লতা সমাদ্দার বাসা থেকে কলেজের দিকে যাচ্ছিলেন। এ সময় তাঁর কপালে টিপ পরা ছিল। রাস্তায় তা দেখেই ক্ষেপে যান পুলিশের এক সদস্য। এ সময় তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন। প্রতিবাদ করলে ওই শিক্ষিকার ওপর মোটরসাইকেল তুলে দেওয়ারও চেষ্টা করেন ওই পুলিশ সদস্য। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত