Ajker Patrika

শেয়ারবাজারে দেউলিয়া হয়ে প্রেসক্লাবে আত্মহত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ জুন ২০২২, ২০: ২৩
শেয়ারবাজারে দেউলিয়া হয়ে প্রেসক্লাবে আত্মহত্যার চেষ্টা

বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসরের পর প্রাপ্ত অর্থ শেয়ারবাজারে লগ্নি করেন। লাভের আশায় বিভিন্ন উৎস থেকে ঋণ করে মোট ২৫ লাখ টাকার শেয়ার কেনেন বীর মুক্তিযোদ্ধার সন্তান কাওছার আহমেদ। কিন্তু লাভের মুখ তো দেখেনইনি, উল্টো এখন ঋণের জালে দিশেহারা।

এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে অতিরিক্ত ঘুমে ওষুধ খেয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে বসেছিলেন কাওছার। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে গণমাধ্যমকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা এসে তাঁকে নিয়ে গেছেন।

কাওছার আহমেদ দাবি করেন, শেয়ারবাজারে বিনিয়োগ করে পথে বসে গেছেন। প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করে বলেন, ২০০৮ সালে বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর নিয়ে পেনশনের সব অর্থ শেয়ার ব্যবসায় বিনিয়োগ করেন। স্বজনদের কাছ থেকে সমপরিমাণ টাকা ঋণ নিয়ে বিনিয়োগ করেন। সম্প্রতি শেয়ার মার্কেটে ২৫ লাখ টাকা খোয়ান। এ ছাড়া বিভিন্নজনের কাছ থেকে ধার নেওয়া ৪০ লাখ টাকার বিপরীতে প্রতি মাসে ৬০ হাজার টাকা করে সুদ দিতে হচ্ছে। সব মিলিয়ে শেয়ার মার্কেটে ৬৫ লাখ টাকা খুইয়ে দিশেহারা হয়ে পড়েছেন। শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। সব যন্ত্রণা থেকে মুক্তি পেতে ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহননের পথ বেছে নিয়েছেন। 

ঋণের বোঝা থেকে মুক্তি পেতে প্রধানমন্ত্রীর সহায়তা চেয়েছেন তিনি। তাঁর কাছ থেকে প্রধানমন্ত্রীর উদ্দেশে হাতে লেখা একটি দীর্ঘ চিঠি উদ্ধার করা হয়েছে। চিঠিতে প্রধানমন্ত্রীকে ‘মা’ সম্বোধন করেছেন। একটি কপি তিনি প্রধানমন্ত্রী কার্যালয়ে জমা দিয়েছেন। 

কাওছার আহমেদের বাড়ি কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলায়। 

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে দায়িত্বরত শাহবাগ থানার পেট্রল ইন্সপেক্টর আবুল বাশার বলেন, ‘প্রেসক্লাব চত্বর থেকে অসুস্থ কাওছারের কাছ থেকে ১০ পাতার মতো ঘুমের ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তাঁর শারীরিক ও মানসিক অসুস্থতা বিবেচনায় পুলিশভ্যানে করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখান থেকে পরিবারের সদস্যদের মাধ্যমে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।’ 

কাওছার আহমেদের মেয়ে তেজগাঁও সরকারি কলেজের শিক্ষার্থী জুঁথি আক্তার বলে, তারা দুই বোন, এক ভাই। ভাই চট্টগ্রাম মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছেন।

জুঁথি বলেন, ‘আমরা একটা সুখী পারবার ছিলাম। কিন্তু বাবা শেয়ার মার্কেট ব্যবসায় দেউলিয়া হওয়ায় স্বজনেরাও মুখ ফিরিয়ে নিয়েছে। একজন মুক্তিযোদ্ধার সন্তান সব খুইয়ে প্রায় প্রতিদিন মুঠো মুঠো ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ছেন। দুশ্চিন্তায় ঘরে মা-ও অসুস্থ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

নাম প্রস্তাবে আটকে আছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

ফেসবুকে লাইক-কমেন্ট, পাঁচ কর্মকর্তাকে নোটিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত