Ajker Patrika

নরসিংদীতে যাত্রীবাহী বাস-মিনিবাস সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ২৫ 

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ২১ এপ্রিল ২০২৩, ১২: ৪৭
নরসিংদীতে যাত্রীবাহী বাস-মিনিবাস সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ২৫ 

নরসিংদীর শিবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কারারচরে যাত্রীবাহী বাস ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে বেশ কয়েকজন ঢাকা মেডিকেল কলেজ ও জাতীয় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।

আজ শুক্রবার সকালে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত হন মনির হোসেন। তিনি কিশোরগঞ্জ জেলার দুলাল মিয়ার ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা বলছে, সকালে কিশোরগঞ্জ থেকে একটি যাত্রীবাহী বাস শিবপুরের কারারচর মিলগেট এলাকায় পৌঁছালে নরসিংদী থেকে ইটাখোলাগামী হাইওয়ে মিনিবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং উভয় যানবাহনের অন্তত ২৫ জন আহত হয়। এদের মধ্যে বেশ কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ ও জাতীয় পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে।

এ বিষয়ে নরসিংদীর ট্রাফিক পুলিশের পরিদর্শক শাখাওয়াত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা খবর পেয়ে সড়কের পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসি। এ দুর্ঘটনায় একজন নিহতসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কিশোরগঞ্জ থেকে আসা দ্রুতগামী বাসটি মিনিবাসটির সঙ্গে সংঘর্ষে জড়ায়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত