Ajker Patrika

ঢাকায় ‘মার্চ ফর জাস্টিস’ সমর্থনে আইনজীবীদের মিছিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩১ জুলাই ২০২৪, ১৯: ৩১
ঢাকায় ‘মার্চ ফর জাস্টিস’ সমর্থনে আইনজীবীদের মিছিল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিকে ঘিরে ঢাকার আদালতপাড়ায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। এই নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়েই কর্মসূচির সমর্থন জানিয়েন বিক্ষোভ মিছিল করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা।

আজ বুধবার আদালতের নিরাপত্তায় মোতায়েন করা হয় বিপুলসংখ্যক বিজিবি সদস্য ও পুলিশ। লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ ইমরান হোসেন মোল্লা বলেন, ‘আদালতের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়, সে কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বেশ কয়েক স্তরে নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।’

নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে আদালতে যাঁরা প্রবেশ করেছেন, তাঁদের তল্লাশি করতেও দেখা গেছে পুলিশ সদস্যদের।
অন্যদিকে বেলা ১টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে শতাধিক বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবী বিক্ষোভ মিছিলে অংশ নেন।

এ সময় চলমান কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ডাকা কর্মসূচির সমর্থন জানিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন আইনজীবীরা। বিক্ষোভ মিছিল ঢাকা আইনজীবী সমিতি থেকে শুরু করে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত