Ajker Patrika

আগুন নেভাতে যাওয়ার পথে ফায়ার সার্ভিসের গাড়ি খাদে, আহত স্টেশন অফিসার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আগুন নেভাতে যাওয়ার পথে ফায়ার সার্ভিসের গাড়ি খাদে, আহত স্টেশন অফিসার

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি কারখানায় আগুন নেভাতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গাড়ি। এই ঘটনায় আহত হয়েছেন স্টেশন অফিসারসহ বেশ কয়েকজন দমকল কর্মী। 

আজ শনিবার সন্ধ্যায় ফতুল্লার পাগলা নৌবাহিনী ক্যাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। গাড়িটি বিসিক এলাকায় লাগা আগুন নেভাতে যাচ্ছিল। দুর্ঘটনাকবলিত গাড়িটে বেশ কয়েকবার উল্টে দুমড়ে মুচড়ে গেছে। 

আহত স্টেশন অফিসারের নাম সুমন। তিনি নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে স্টেশনে ফিরে গেছেন। বর্তমানে গাড়িটি উদ্ধারের কাজ চলছে। 

ফায়ার ফাইটার এহসানুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আগুন নেভাতে যাবার পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় আমাদের স্টেশন অফিসার সুমন স্যার আহত হন। তাঁকে দ্রুত খানপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকবার উল্টে গিয়ে খাদের পানিতে পড়ে। মূলত দ্রুত ঘটনাস্থলে যাবার পথে অন্য গাড়িকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় চালক।’ 

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হারেস সিকদার বলেন, ‘ঘটনাস্থলে গাড়ি উদ্ধারের কাজ চলছে। আহতদের কেউই শঙ্কাজনক নয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত