Ajker Patrika

নগরকান্দায় চাচার রামদার কোপে ভাতিজা নিহত হওয়ার অভিযোগ

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
নগরকান্দায় চাচার রামদার কোপে ভাতিজা নিহত হওয়ার অভিযোগ

ফরিদপুরের নগরকান্দায় চাচার রামদার কোপে ভাতিজা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। আজ শনিবার বিকেলে উপজেলা কোদালিয়া শহীদনগর ইউনিয়নের ঈশ্বরদী গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় ১০ ব্যক্তি আহত হয়েছেন। 

হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিরাজ হোসেন। তিনি বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া নেওয়া হচ্ছে।’ 

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, চাচা সিরাজ কারিকর ও ভাতিজা ওবায়দুর কারিকরের মধ্যে কিছুদিন ধরে বিরোধ চলছিল। আজ বিকেলে বাড়ির পাশে চাচা-ভাতিজার কথা-কাটাকাটি চলছিল। একপর্যায়ে সিরাজ রামদা নিয়ে ভাতিজার মাথায় কোপ দেন। ভাতিজাকে উদ্ধার করে হাসপাতালে নিলে ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন। 

ওবায়দুরের ভাই ফারুক কারিকর বলেন, ‘গত ২৬ এপ্রিল আমার চাচাতো ভাই রবিউল কারিকরের ছেলে মস্তোফা কারিকরের মুসলমানি অনুষ্ঠান করি। এতে চাচা সিরাজকে দাওয়াত দেওয়ার পরও তিনি অনুষ্ঠানে আসেননি। আজ বিকেলে ভাই ওবায়দুর আর চাচা সিরাজ কথা-কাটাকাটি করছিলেন। এমন সময় চাচা রামদা নিয়ে ভাইয়ের মাথায় কোপ দেন। ভাইকে উদ্ধার করতে এগিয়ে গেলে চাচা সিরাজ, আরেক চাচা পাউচা কারিকরের ছেলে আওলাদ, জাহাঙ্গীর সহ আরে ১০-১২ জন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালান। এতে নারীসহ আরও ১০ জন আহত হয়েছেন। আহতদের নগরকান্দা ও মুকসুদপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত