Ajker Patrika

গোপালগঞ্জে ডিপ্লোমা ইন্টার্ন নার্সদের কর্মবিরতি, মানববন্ধন

গোপালগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ১৬: ০৩
গোপালগঞ্জে ডিপ্লোমা ইন্টার্ন নার্সদের কর্মবিরতি, মানববন্ধন

ডিপ্লোমা ইন্টার্ন নার্সদের ন্যায্য ভাতার দাবিতে গোপালগঞ্জ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থীরা কর্মবিরতি শুরু করেছেন। আজ মঙ্গলবার সকালে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ক্যাম্পাসে তাঁরা এক দফা দাবিসংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধন চলাকালে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন রীমা বেগম, সুস্মিতা মিত্র, তুষার মোড়ল, বাবলী কীর্তনীয়া, হিমেল চন্দ্র রায়, ইসরাত জাহান চাঁদনিসহ অনেকে।

ইন্টার্ন নার্স রীমা বেগম বলেন, তিন বছর মেয়াদি ‘ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি’ কোর্স শেষ করে তাঁরা বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত রয়েছেন। কোর্স কারিকুলাম অনুযায়ী তাঁরা এখন ছয় মাস মেয়াদি ইন্টার্নশিপ করছেন। তাঁদের লগবুকে কোড অব কনডাক্ট, রুলস ও রেগুলেশনের ১ নম্বর পয়েন্টে ইন্টার্ন ভাতার কথা উল্লেখ থাকলেও তাঁরা তা পাচ্ছেন না। ডিজিএনএম ও বিএনএমসি বরাবর আবেদন করেও তাঁরা ন্যায্য অধিকার পাচ্ছেন না।

রীমা বেগম আরও বলেন, তাঁদের কোনো হোস্টেল সুবিধা নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে অত্যন্ত নিম্নমানের জীবনযাপনসহ প্রতিনিয়ত তাঁদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। অথচ তাঁদের সপ্তাহে দুই দিন করে মর্নিং, ইভিনিং ও নাইট ডিউটি করতে হচ্ছে। এ অবস্থায় বাড়ি থেকে খরচ এনে ইন্টার্নশিপ শেষ করাও দুরূহ হয়ে পড়েছে। তাই তাঁদের দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশের সব সরকারি ইন্টার্ন নার্সদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে তাঁরাও কর্মবিরতি অব্যাহত রাখবেন।

ইন্টার্ন নার্স তুষার মণ্ডল বলেন, ‘আমরা কর্মবিরতিতে নেমেছি। তা অনির্দিষ্টকালের জন্য চলবে। আমাদের দাবি আদায় না হলে ডিউটি করব না। সিনিয়র স্টাফ নার্সদের মতো ফুল শিফট ডিউটি করি আমরা। আমাদের সম্মানী দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হচ্ছে না। আমরা চাই আমাদের ন্যায্য পাওনা দেওয়া হোক।’

ইন্টার্ন নার্স রিমা মণ্ডল বলেন, ‘তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্স করে আমরা ৭৩ জন এখানে ইন্টার্ন নার্স হিসেবে কাজ করছি। কারিকুলাম অনুযায়ী ছয় মাসের ইন্টার্নশিপের মধ্যে ইতিমধ্যে তিন মাস পার হয়েছে। আমাদের লগবুকে ইন্টার্ন ভাতা দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয় না। ইন্টার্ন করা অবস্থায় বাড়ি থেকে টাকা এনে চলা আমাদের জন্য কষ্টসাধ্য।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত