তানিম আহমেদ, ঢাকা
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে দুই হেভিওয়েট প্রার্থী আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভী আর বিএনপি থেকে অব্যাহতি পাওয়া তৈমূর আলম খন্দকার। প্রচারে সরগরম নারায়ণগঞ্জ। প্রতিদিনই পরস্পরের বিরুদ্ধে নানা কথা বলছেন তাঁরা। তবে দুজনের কথার যুদ্ধ ছাপিয়ে সেখানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সরকারদলীয় সাংসদ শামীম ওসমান।
এত দিন আলোচনা-সমালোচনা নিয়ে কথা না বললেও, ‘তৈমূর আলম ওসমান পরিবারের প্রার্থী’, আইভীর এমন অভিযোগের পর মুখ খুললেন শামীম ওসমান। আজকের পত্রিকাকে বলেছেন, নিজের ব্যক্তিগত অবস্থান নিয়ে দুই দিনের মধ্যে সংবাদ সম্মেলন করবেন।
আজ শনিবার নগরীর বন্দর এলাকায় প্রচারে অংশ নিয়ে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী অভিযোগ করে বলেন, ‘তৈমূর আলম খন্দকার গডফাদার শামীম ওসমান ও সেলিম ওসমানের প্রার্থী। উনি বিএনপির প্রার্থী না, স্বতন্ত্র প্রার্থী না; তিনি ওসমান পরিবারের প্রার্থী।’
শামীম ওসমানের দাবি, আইভী তাঁকে গডফাদার বলে দলীয় সভাপতি শেখ হাসিনার প্রতি আঙুল তুলেছেন। আজকের পত্রিকার সঙ্গে মোবাইল ফোনে আলাপকালে তিনি বলেন, ‘দুই দিন আগে একটা ভিডিও দেখলাম, সেখানে উনি (আইভী) বলছেন, শামীম ওসমান আমাদের নেতা। উনি বড় ভাই, আওয়ামী লীগের সাংসদ। দুই দিনের মধ্যে গডফাদার হয়ে গেলাম?’
শামীম বলেন, ‘আমাকে মনোনয়ন দিয়েছে আমার দল। আমি যদি গডফাদার হই, তাহলে আমাকে মনোনয়ন দিয়েছেন কে? কাকে প্রশ্নবিদ্ধ করা হলো? যে বলেছে, তার (আইভী) কাছে জিজ্ঞেস করেন, আপনি দুই দিন আগে এটা বলেছেন, দুই দিন পরে এটা বললেন। কোনটা সঠিক।’
শামীম ওসমান বলেন, ‘দুই দিন আগে বললেন, নেতা, এমপি, বড়ভাই। সব বললেন। এখন আজকে বললেন গডফাদার। আমি আওয়ামী লীগ করি, সে-ও আওয়ামী লীগ করে। আমি এমপি হয়েছি আওয়ামী লীগের মনোনয়নে। এখন আমি যদি গডফাদার হই, তাহলে আঙুলটা কার দিকে তোলা হলো?’
তাঁর বিরুদ্ধে যা বলা হচ্ছে সেগুলো নিয়ে দুই দিনের মধ্যে সংবাদ সম্মেলন করে জবাব দেবেন বলে জানিয়ে শামীম ওসমান বলেন, ‘সেটা কালকেও হতে পারে, কিংবা পরশু হতে পারে। সেখানে আমি আমার কথা বলব।’
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নিজেকে খুব একটা প্রাসঙ্গিক বলে মনে করছেন না শামীম ওসমান। তিনি বলেন, ‘আমি কোনো সাবজেক্ট না। প্রথম দিক থেকেই চুপচাপ ছিলাম। এখনো আছি। তাহলে আমি নিউজ হব কেন? যাঁরা আমাকে নিউজ বানাতে চাচ্ছেন। আমি তো তাঁদের (কেন্দ্রীয় নেতা) বলেছি, কী কারণটা। এখন ওনারা যদি কেউ কেউ ফায়দা লুটার চেষ্টা করেন, তাহলে এখন আমার দায়িত্ব হচ্ছে জনগণকে জানানো। জনগণ যদি সেটা সঠিক মনে করে, তাহলে সঠিক। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত বিষয়, কোনো রাজনৈতিক নয়।’
১৬ জানুয়ারি নাসিক নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটের সময় ঘনিয়ে এলেও নিজের অবস্থান পরিষ্কার করেননি স্থানীয় সাংসদ শামীম ওসমান।
সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর মনোনয়নের পর থেকে খুব বেশি গণমাধ্যমে কথাও বলেননি শামীম ওসমান। প্রকাশ্যে নৌকার পক্ষেও অবস্থান নেননি। গত ২০ ডিসেম্বর নির্বাচন উপলক্ষে ঢাকা বিভাগের সাংগঠনিক দায়িত্ব পাওয়া নেতাদের সঙ্গে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর নেতাদের বৈঠকেও উপস্থিত ছিলেন না শামীম ওসমান।
সম্প্রতি শামীম ওসমান জেলা প্রশাসন আয়োজিত ধলেশ্বর নদে নৌকাবাইচ অনুষ্ঠানে যোগ দেন, নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবে প্রায় দুই দফা নিজ উপজেলার চেয়ারম্যান, কাউন্সিলর প্রার্থীদের সাংগঠনিক বৈঠক করেন। তবে কোনো সভায় আইভী বা সিটি নির্বাচন বা আইভীর সমর্থনে মাঠে নামা নিয়ে কোনো মন্তব্য করেননি।
তবে নির্বাচন পরিচালনার সঙ্গে সম্পৃক্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলছেন, শামীম ওসমান সময়মতোই নৌকার জন্য মাঠে নামবেন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে দুই হেভিওয়েট প্রার্থী আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভী আর বিএনপি থেকে অব্যাহতি পাওয়া তৈমূর আলম খন্দকার। প্রচারে সরগরম নারায়ণগঞ্জ। প্রতিদিনই পরস্পরের বিরুদ্ধে নানা কথা বলছেন তাঁরা। তবে দুজনের কথার যুদ্ধ ছাপিয়ে সেখানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সরকারদলীয় সাংসদ শামীম ওসমান।
এত দিন আলোচনা-সমালোচনা নিয়ে কথা না বললেও, ‘তৈমূর আলম ওসমান পরিবারের প্রার্থী’, আইভীর এমন অভিযোগের পর মুখ খুললেন শামীম ওসমান। আজকের পত্রিকাকে বলেছেন, নিজের ব্যক্তিগত অবস্থান নিয়ে দুই দিনের মধ্যে সংবাদ সম্মেলন করবেন।
আজ শনিবার নগরীর বন্দর এলাকায় প্রচারে অংশ নিয়ে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী অভিযোগ করে বলেন, ‘তৈমূর আলম খন্দকার গডফাদার শামীম ওসমান ও সেলিম ওসমানের প্রার্থী। উনি বিএনপির প্রার্থী না, স্বতন্ত্র প্রার্থী না; তিনি ওসমান পরিবারের প্রার্থী।’
শামীম ওসমানের দাবি, আইভী তাঁকে গডফাদার বলে দলীয় সভাপতি শেখ হাসিনার প্রতি আঙুল তুলেছেন। আজকের পত্রিকার সঙ্গে মোবাইল ফোনে আলাপকালে তিনি বলেন, ‘দুই দিন আগে একটা ভিডিও দেখলাম, সেখানে উনি (আইভী) বলছেন, শামীম ওসমান আমাদের নেতা। উনি বড় ভাই, আওয়ামী লীগের সাংসদ। দুই দিনের মধ্যে গডফাদার হয়ে গেলাম?’
শামীম বলেন, ‘আমাকে মনোনয়ন দিয়েছে আমার দল। আমি যদি গডফাদার হই, তাহলে আমাকে মনোনয়ন দিয়েছেন কে? কাকে প্রশ্নবিদ্ধ করা হলো? যে বলেছে, তার (আইভী) কাছে জিজ্ঞেস করেন, আপনি দুই দিন আগে এটা বলেছেন, দুই দিন পরে এটা বললেন। কোনটা সঠিক।’
শামীম ওসমান বলেন, ‘দুই দিন আগে বললেন, নেতা, এমপি, বড়ভাই। সব বললেন। এখন আজকে বললেন গডফাদার। আমি আওয়ামী লীগ করি, সে-ও আওয়ামী লীগ করে। আমি এমপি হয়েছি আওয়ামী লীগের মনোনয়নে। এখন আমি যদি গডফাদার হই, তাহলে আঙুলটা কার দিকে তোলা হলো?’
তাঁর বিরুদ্ধে যা বলা হচ্ছে সেগুলো নিয়ে দুই দিনের মধ্যে সংবাদ সম্মেলন করে জবাব দেবেন বলে জানিয়ে শামীম ওসমান বলেন, ‘সেটা কালকেও হতে পারে, কিংবা পরশু হতে পারে। সেখানে আমি আমার কথা বলব।’
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নিজেকে খুব একটা প্রাসঙ্গিক বলে মনে করছেন না শামীম ওসমান। তিনি বলেন, ‘আমি কোনো সাবজেক্ট না। প্রথম দিক থেকেই চুপচাপ ছিলাম। এখনো আছি। তাহলে আমি নিউজ হব কেন? যাঁরা আমাকে নিউজ বানাতে চাচ্ছেন। আমি তো তাঁদের (কেন্দ্রীয় নেতা) বলেছি, কী কারণটা। এখন ওনারা যদি কেউ কেউ ফায়দা লুটার চেষ্টা করেন, তাহলে এখন আমার দায়িত্ব হচ্ছে জনগণকে জানানো। জনগণ যদি সেটা সঠিক মনে করে, তাহলে সঠিক। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত বিষয়, কোনো রাজনৈতিক নয়।’
১৬ জানুয়ারি নাসিক নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটের সময় ঘনিয়ে এলেও নিজের অবস্থান পরিষ্কার করেননি স্থানীয় সাংসদ শামীম ওসমান।
সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর মনোনয়নের পর থেকে খুব বেশি গণমাধ্যমে কথাও বলেননি শামীম ওসমান। প্রকাশ্যে নৌকার পক্ষেও অবস্থান নেননি। গত ২০ ডিসেম্বর নির্বাচন উপলক্ষে ঢাকা বিভাগের সাংগঠনিক দায়িত্ব পাওয়া নেতাদের সঙ্গে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর নেতাদের বৈঠকেও উপস্থিত ছিলেন না শামীম ওসমান।
সম্প্রতি শামীম ওসমান জেলা প্রশাসন আয়োজিত ধলেশ্বর নদে নৌকাবাইচ অনুষ্ঠানে যোগ দেন, নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবে প্রায় দুই দফা নিজ উপজেলার চেয়ারম্যান, কাউন্সিলর প্রার্থীদের সাংগঠনিক বৈঠক করেন। তবে কোনো সভায় আইভী বা সিটি নির্বাচন বা আইভীর সমর্থনে মাঠে নামা নিয়ে কোনো মন্তব্য করেননি।
তবে নির্বাচন পরিচালনার সঙ্গে সম্পৃক্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলছেন, শামীম ওসমান সময়মতোই নৌকার জন্য মাঠে নামবেন।
নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সদস্য লুৎফর রহমান খোকাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার দলীয় প্যাডে এক বিবৃতিতে এই বহিষ্কারাদেশ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
২ মিনিট আগেরাউজানে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকারসহ উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
৬ মিনিট আগেলালমনিরহাটের পাটগ্রাম উপজেলা টানা ২৪ ঘণ্টা ধরে বিদ্যুৎবিচ্ছিন্ন। এতে জনদুর্ভোগ চরমে উঠেছে। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। আজ মঙ্গলবার (২৯ জুলাই) রাত সাড়ে ৯টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে পারেনি নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)।
১৬ মিনিট আগেবরিশালের বাকেরগঞ্জে হাসান গাজী (১৮) নামে মাদকাসক্ত ছেলেকে হত্যার দায় নিয়ে থানায় আত্মসমর্পণ করেছেন মা-বাবা। আজ মঙ্গলবার বিকেলে পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ড সাহেবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটেছে।
১ ঘণ্টা আগে