নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দীর্ঘ ঈদের ছুটি শেষে অবশেষে আগামীকাল রোববার চিরচেনা রূপে ফিরছে কর্মক্ষেত্রগুলো। পরিবার-প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগির পর ছুটির শেষ দিনে ঢাকায় ফিরছে নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ।
আজ শনিবার সায়েদাবাদ বাস টার্মিনালে দেখা যায়, ভোর থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে আসছে যাত্রীতে পরিপূর্ণ দূরপাল্লার বাসগুলো। পথে ভোগান্তি ছাড়াই ঢাকায় ফিরতে পেরে খুশি যাত্রীরাও। আবার ঢাকার বাইরে কর্মরতদেরও গন্তব্যে রওনা করতে দেখা যাচ্ছে। তবে ঢাকা ছেড়ে যাওয়ার সময় গাড়িগুলো কিছুটা ফাঁকা থাকছে বলে জানান বাসসংশ্লিষ্টরা।
পদ্মা সেতু হয়ে সায়েদাবাদ বাস টার্মিনালে আসা দূরপাল্লার গাড়ির জট দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আরও বাড়বে বলে জানান বিভিন্ন বাস কাউন্টারের কর্মীরা। এবারের ঈদের যাত্রা তুলনামূলক স্বাচ্ছন্দ্যপূর্ণ এবং ভোগান্তি ছাড়াই যাতায়াত করা গেছে বলে জানান ঢাকায় ফেরা যাত্রীরা।
চুয়াডাঙ্গা থেকে বাসে সায়েদাবাদে এসে নেমেছেন রাজু আহমেদ নামের এক যাত্রী। তিনি বলেন, ‘সড়কপথে যাওয়া-আসার পথে কোনো ধরনের ভোগান্তি হয়নি এবার। যানজট ছাড়াই স্বস্তিতে ঢাকায় ফিরলাম। ছুটি শেষ হচ্ছে আজ, কাল অফিস খুলছে, তাই আজ চলে এলাম।’
তিনি অভিযোগ করে বলেন, ‘বাস টার্মিনাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় যেতে সিএনজিগুলো বাড়তি ভাড়া আদায় করছে। এগুলোর দিকে নজর দেওয়া উচিত’।
খুলনা থেকে আসা আরেক যাত্রী নীলিমা শারমিন বলেন, ‘খুলনা থেকে মাত্র পাঁচ ঘণ্টায় ঢাকায় চলে এসেছি। রাস্তা ফাঁকা, কোনো ধরনের ভোগান্তি হয়নি। এবার ঈদের ছুটি লম্বা হওয়ায় পরিবারের সঙ্গে ঈদের আনন্দ বেশি সময় ধরে উপভোগ করা গেছে। ফলে ঢাকায় এলাম ঈদের আনন্দ নিয়ে। বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে না। তবে কাউন্টারগুলোতে অগ্রিম টিকিট কাটার সময় টিকিটপ্রতি ৫০ টাকা “বকশিশ” দিতে হচ্ছে।’
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, আজ শনিবার সকাল থেকে মহাসড়কে কোথাও যানজটের খবর পাওয়া যায়নি। তবে সকাল থেকে ঢাকামুখী যাত্রী এবং যানবাহনের চাপ সড়কপথে বেড়েছে। ঢাকায় ফেরা যাত্রীদের চাপ আজ সারা দিন থাকবে বলে ধারণা পরিবহনসংশ্লিষ্টদের।
পূর্বাশা পরিবহনের টিকিট কাউন্টারের কর্মী সবুজ আহম্মেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকার বাইরে থেকে গাড়িগুলো সময়মতো আসছে। রাস্তায় কোথাও সমস্যা নেই। ঢাকামুখী গাড়ির সব আসনে যাত্রী নিয়েই ফিরলেও ঢাকা থেকে ছেড়ে যাওয়া গাড়িগুলোর কিছু সিট ফাঁকা যাচ্ছে, যাত্রী আগের চেয়ে কমেছে। কাল যেহেতু অফিস খুলছে, আজ সারা দিন ঢাকায় ফেরা যাত্রীদের চাপ থাকবে।’
দীর্ঘ ঈদের ছুটি শেষে অবশেষে আগামীকাল রোববার চিরচেনা রূপে ফিরছে কর্মক্ষেত্রগুলো। পরিবার-প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগির পর ছুটির শেষ দিনে ঢাকায় ফিরছে নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ।
আজ শনিবার সায়েদাবাদ বাস টার্মিনালে দেখা যায়, ভোর থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে আসছে যাত্রীতে পরিপূর্ণ দূরপাল্লার বাসগুলো। পথে ভোগান্তি ছাড়াই ঢাকায় ফিরতে পেরে খুশি যাত্রীরাও। আবার ঢাকার বাইরে কর্মরতদেরও গন্তব্যে রওনা করতে দেখা যাচ্ছে। তবে ঢাকা ছেড়ে যাওয়ার সময় গাড়িগুলো কিছুটা ফাঁকা থাকছে বলে জানান বাসসংশ্লিষ্টরা।
পদ্মা সেতু হয়ে সায়েদাবাদ বাস টার্মিনালে আসা দূরপাল্লার গাড়ির জট দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আরও বাড়বে বলে জানান বিভিন্ন বাস কাউন্টারের কর্মীরা। এবারের ঈদের যাত্রা তুলনামূলক স্বাচ্ছন্দ্যপূর্ণ এবং ভোগান্তি ছাড়াই যাতায়াত করা গেছে বলে জানান ঢাকায় ফেরা যাত্রীরা।
চুয়াডাঙ্গা থেকে বাসে সায়েদাবাদে এসে নেমেছেন রাজু আহমেদ নামের এক যাত্রী। তিনি বলেন, ‘সড়কপথে যাওয়া-আসার পথে কোনো ধরনের ভোগান্তি হয়নি এবার। যানজট ছাড়াই স্বস্তিতে ঢাকায় ফিরলাম। ছুটি শেষ হচ্ছে আজ, কাল অফিস খুলছে, তাই আজ চলে এলাম।’
তিনি অভিযোগ করে বলেন, ‘বাস টার্মিনাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় যেতে সিএনজিগুলো বাড়তি ভাড়া আদায় করছে। এগুলোর দিকে নজর দেওয়া উচিত’।
খুলনা থেকে আসা আরেক যাত্রী নীলিমা শারমিন বলেন, ‘খুলনা থেকে মাত্র পাঁচ ঘণ্টায় ঢাকায় চলে এসেছি। রাস্তা ফাঁকা, কোনো ধরনের ভোগান্তি হয়নি। এবার ঈদের ছুটি লম্বা হওয়ায় পরিবারের সঙ্গে ঈদের আনন্দ বেশি সময় ধরে উপভোগ করা গেছে। ফলে ঢাকায় এলাম ঈদের আনন্দ নিয়ে। বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে না। তবে কাউন্টারগুলোতে অগ্রিম টিকিট কাটার সময় টিকিটপ্রতি ৫০ টাকা “বকশিশ” দিতে হচ্ছে।’
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, আজ শনিবার সকাল থেকে মহাসড়কে কোথাও যানজটের খবর পাওয়া যায়নি। তবে সকাল থেকে ঢাকামুখী যাত্রী এবং যানবাহনের চাপ সড়কপথে বেড়েছে। ঢাকায় ফেরা যাত্রীদের চাপ আজ সারা দিন থাকবে বলে ধারণা পরিবহনসংশ্লিষ্টদের।
পূর্বাশা পরিবহনের টিকিট কাউন্টারের কর্মী সবুজ আহম্মেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকার বাইরে থেকে গাড়িগুলো সময়মতো আসছে। রাস্তায় কোথাও সমস্যা নেই। ঢাকামুখী গাড়ির সব আসনে যাত্রী নিয়েই ফিরলেও ঢাকা থেকে ছেড়ে যাওয়া গাড়িগুলোর কিছু সিট ফাঁকা যাচ্ছে, যাত্রী আগের চেয়ে কমেছে। কাল যেহেতু অফিস খুলছে, আজ সারা দিন ঢাকায় ফেরা যাত্রীদের চাপ থাকবে।’
আওয়ামী লীগ সরকার পতনের পর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নির্বাহী পরিচালক (ইডি) পদ থেকে বদলি করা হয়েছিল শফিকুল ইসলামকে। তবে নতুন কর্মস্থলে যোগ না দিয়ে বরং ৬০ জন কর্মকর্তা-কর্মচারীকে বদলি করেছেন তিনি। বিএমডিএর বিএনপিপন্থী ও দীর্ঘ সময় বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভ...
১ ঘণ্টা আগেরাষ্ট্রায়ত্ত তেল বিপণন প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ের জুনিয়র আইটি অফিসার হিসেবে ২০১২ সালের নভেম্বরে চুক্তিভিত্তিক নিয়োগ পান শহিদুর রহমান। এর পর থেকে প্রায় ১৫ বছর ধরে চাকরি করছেন তিনি। একই পদে শহিদুরের মতো চুক্তিভিত্তিক নিয়োগ পেয়ে কর্মরত আছেন আরও ২৭ জন।
১ ঘণ্টা আগেগোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের দ্বিতল একাডেমিক ভবনের পলেস্তারা খসে বেরিয়ে গেছে রড। ঝুঁকিপূর্ণ হওয়ায় পাঠদানও বন্ধ। অথচ সেই ভবন এবং পাশের প্রশাসনিক ভবনের সংস্কারসহ বেশ কিছু মালামাল ক্রয়ের টেন্ডার আহ্বান করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। কলেজটির প্রশাসনিক ও একাডেমিক ভবন-১ মেরামতের..
১ ঘণ্টা আগেগত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে গেলেও ফের সক্রিয় হয়ে উঠেছেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আতঙ্ক হিসেবে পরিচিত মোখলেসুর রহমান সুমন (৩৬)। তাঁর অত্যাচারে অতিষ্ঠ নিজ এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ। কিন্তু ভয়ে কেউ মুখ খুলতে পারছেন না।
১ ঘণ্টা আগে