নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দীর্ঘ ঈদের ছুটি শেষে অবশেষে আগামীকাল রোববার চিরচেনা রূপে ফিরছে কর্মক্ষেত্রগুলো। পরিবার-প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগির পর ছুটির শেষ দিনে ঢাকায় ফিরছে নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ।
আজ শনিবার সায়েদাবাদ বাস টার্মিনালে দেখা যায়, ভোর থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে আসছে যাত্রীতে পরিপূর্ণ দূরপাল্লার বাসগুলো। পথে ভোগান্তি ছাড়াই ঢাকায় ফিরতে পেরে খুশি যাত্রীরাও। আবার ঢাকার বাইরে কর্মরতদেরও গন্তব্যে রওনা করতে দেখা যাচ্ছে। তবে ঢাকা ছেড়ে যাওয়ার সময় গাড়িগুলো কিছুটা ফাঁকা থাকছে বলে জানান বাসসংশ্লিষ্টরা।
পদ্মা সেতু হয়ে সায়েদাবাদ বাস টার্মিনালে আসা দূরপাল্লার গাড়ির জট দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আরও বাড়বে বলে জানান বিভিন্ন বাস কাউন্টারের কর্মীরা। এবারের ঈদের যাত্রা তুলনামূলক স্বাচ্ছন্দ্যপূর্ণ এবং ভোগান্তি ছাড়াই যাতায়াত করা গেছে বলে জানান ঢাকায় ফেরা যাত্রীরা।
চুয়াডাঙ্গা থেকে বাসে সায়েদাবাদে এসে নেমেছেন রাজু আহমেদ নামের এক যাত্রী। তিনি বলেন, ‘সড়কপথে যাওয়া-আসার পথে কোনো ধরনের ভোগান্তি হয়নি এবার। যানজট ছাড়াই স্বস্তিতে ঢাকায় ফিরলাম। ছুটি শেষ হচ্ছে আজ, কাল অফিস খুলছে, তাই আজ চলে এলাম।’
তিনি অভিযোগ করে বলেন, ‘বাস টার্মিনাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় যেতে সিএনজিগুলো বাড়তি ভাড়া আদায় করছে। এগুলোর দিকে নজর দেওয়া উচিত’।
খুলনা থেকে আসা আরেক যাত্রী নীলিমা শারমিন বলেন, ‘খুলনা থেকে মাত্র পাঁচ ঘণ্টায় ঢাকায় চলে এসেছি। রাস্তা ফাঁকা, কোনো ধরনের ভোগান্তি হয়নি। এবার ঈদের ছুটি লম্বা হওয়ায় পরিবারের সঙ্গে ঈদের আনন্দ বেশি সময় ধরে উপভোগ করা গেছে। ফলে ঢাকায় এলাম ঈদের আনন্দ নিয়ে। বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে না। তবে কাউন্টারগুলোতে অগ্রিম টিকিট কাটার সময় টিকিটপ্রতি ৫০ টাকা “বকশিশ” দিতে হচ্ছে।’
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, আজ শনিবার সকাল থেকে মহাসড়কে কোথাও যানজটের খবর পাওয়া যায়নি। তবে সকাল থেকে ঢাকামুখী যাত্রী এবং যানবাহনের চাপ সড়কপথে বেড়েছে। ঢাকায় ফেরা যাত্রীদের চাপ আজ সারা দিন থাকবে বলে ধারণা পরিবহনসংশ্লিষ্টদের।
পূর্বাশা পরিবহনের টিকিট কাউন্টারের কর্মী সবুজ আহম্মেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকার বাইরে থেকে গাড়িগুলো সময়মতো আসছে। রাস্তায় কোথাও সমস্যা নেই। ঢাকামুখী গাড়ির সব আসনে যাত্রী নিয়েই ফিরলেও ঢাকা থেকে ছেড়ে যাওয়া গাড়িগুলোর কিছু সিট ফাঁকা যাচ্ছে, যাত্রী আগের চেয়ে কমেছে। কাল যেহেতু অফিস খুলছে, আজ সারা দিন ঢাকায় ফেরা যাত্রীদের চাপ থাকবে।’
দীর্ঘ ঈদের ছুটি শেষে অবশেষে আগামীকাল রোববার চিরচেনা রূপে ফিরছে কর্মক্ষেত্রগুলো। পরিবার-প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগির পর ছুটির শেষ দিনে ঢাকায় ফিরছে নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ।
আজ শনিবার সায়েদাবাদ বাস টার্মিনালে দেখা যায়, ভোর থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে আসছে যাত্রীতে পরিপূর্ণ দূরপাল্লার বাসগুলো। পথে ভোগান্তি ছাড়াই ঢাকায় ফিরতে পেরে খুশি যাত্রীরাও। আবার ঢাকার বাইরে কর্মরতদেরও গন্তব্যে রওনা করতে দেখা যাচ্ছে। তবে ঢাকা ছেড়ে যাওয়ার সময় গাড়িগুলো কিছুটা ফাঁকা থাকছে বলে জানান বাসসংশ্লিষ্টরা।
পদ্মা সেতু হয়ে সায়েদাবাদ বাস টার্মিনালে আসা দূরপাল্লার গাড়ির জট দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আরও বাড়বে বলে জানান বিভিন্ন বাস কাউন্টারের কর্মীরা। এবারের ঈদের যাত্রা তুলনামূলক স্বাচ্ছন্দ্যপূর্ণ এবং ভোগান্তি ছাড়াই যাতায়াত করা গেছে বলে জানান ঢাকায় ফেরা যাত্রীরা।
চুয়াডাঙ্গা থেকে বাসে সায়েদাবাদে এসে নেমেছেন রাজু আহমেদ নামের এক যাত্রী। তিনি বলেন, ‘সড়কপথে যাওয়া-আসার পথে কোনো ধরনের ভোগান্তি হয়নি এবার। যানজট ছাড়াই স্বস্তিতে ঢাকায় ফিরলাম। ছুটি শেষ হচ্ছে আজ, কাল অফিস খুলছে, তাই আজ চলে এলাম।’
তিনি অভিযোগ করে বলেন, ‘বাস টার্মিনাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় যেতে সিএনজিগুলো বাড়তি ভাড়া আদায় করছে। এগুলোর দিকে নজর দেওয়া উচিত’।
খুলনা থেকে আসা আরেক যাত্রী নীলিমা শারমিন বলেন, ‘খুলনা থেকে মাত্র পাঁচ ঘণ্টায় ঢাকায় চলে এসেছি। রাস্তা ফাঁকা, কোনো ধরনের ভোগান্তি হয়নি। এবার ঈদের ছুটি লম্বা হওয়ায় পরিবারের সঙ্গে ঈদের আনন্দ বেশি সময় ধরে উপভোগ করা গেছে। ফলে ঢাকায় এলাম ঈদের আনন্দ নিয়ে। বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে না। তবে কাউন্টারগুলোতে অগ্রিম টিকিট কাটার সময় টিকিটপ্রতি ৫০ টাকা “বকশিশ” দিতে হচ্ছে।’
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, আজ শনিবার সকাল থেকে মহাসড়কে কোথাও যানজটের খবর পাওয়া যায়নি। তবে সকাল থেকে ঢাকামুখী যাত্রী এবং যানবাহনের চাপ সড়কপথে বেড়েছে। ঢাকায় ফেরা যাত্রীদের চাপ আজ সারা দিন থাকবে বলে ধারণা পরিবহনসংশ্লিষ্টদের।
পূর্বাশা পরিবহনের টিকিট কাউন্টারের কর্মী সবুজ আহম্মেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকার বাইরে থেকে গাড়িগুলো সময়মতো আসছে। রাস্তায় কোথাও সমস্যা নেই। ঢাকামুখী গাড়ির সব আসনে যাত্রী নিয়েই ফিরলেও ঢাকা থেকে ছেড়ে যাওয়া গাড়িগুলোর কিছু সিট ফাঁকা যাচ্ছে, যাত্রী আগের চেয়ে কমেছে। কাল যেহেতু অফিস খুলছে, আজ সারা দিন ঢাকায় ফেরা যাত্রীদের চাপ থাকবে।’
জুলাই ২০২৪-এর বিপ্লবের স্মরণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘জুলাই ২৪ স্মৃতি চত্বর’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে প্রশাসন ভবন-১-এর পূর্ব পাশে এই চত্বরের উন্মোচন করেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন
১০ মিনিট আগেমাদারীপুরের রাজৈরে ঢাকা-বরিশাল মহাসড়কে দুটি যাত্রীবাহী বাস ও মিনি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে পাঁচজন আহত হন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার কামালদি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
১৩ মিনিট আগেনোয়াখালী সদরে জলাবদ্ধতা দূর করতে বড়পিট ও ভুলুয়া খালের ওপর গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার সকাল থেকে উপজেলার কালদরাপ, চরমটুয়া ও নোয়াখালী ইউনিয়নে এই অভিযান চালানো হয়। এ সময় খালের বিভিন্ন অংশে থাকা অবৈধ বাঁধ ও কয়েকটি সড়ক কেটে দেওয়া হয়।
১৫ মিনিট আগেঢাকা শহরের প্রান্তিক জনগোষ্ঠীকে সহজ প্রাপ্য, নিরাপদ ও মানসম্মত মাতৃসেবা প্রদানের লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) চালু করেছে ২৪ ঘণ্টার মিডওয়াইফারি নেতৃত্বাধীন যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা (এসআরএইচ)। আজ মঙ্গলবার (১৫ জুলাই) আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করা হয় ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল
১৮ মিনিট আগে