Ajker Patrika

ঢাকা-বরিশাল মহাসড়কে দুই বাস-ট্রাকের সংঘর্ষ, আহত ৫

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের রাজৈরে ঢাকা-বরিশাল মহাসড়কে আজ মঙ্গলবার দুপুরে দুটি যাত্রীবাহী বাস ও মিনি ট্রাকের সংঘর্ষ হয়। ছবি: আজকের পত্রিকা
মাদারীপুরের রাজৈরে ঢাকা-বরিশাল মহাসড়কে আজ মঙ্গলবার দুপুরে দুটি যাত্রীবাহী বাস ও মিনি ট্রাকের সংঘর্ষ হয়। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুরের রাজৈরে ঢাকা-বরিশাল মহাসড়কে দুটি যাত্রীবাহী বাস ও মিনি ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে পাঁচজন আহত হন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার কামালদি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মিনি ট্রাক রাজৈর থেকে বরিশালের দিকে যাচ্ছিল। ট্রাকটি রাজৈরের কামালদি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী খান পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে যাওয়ার সময় পেছনে থাকা হানিফ পরিবহনের আরেকটি বাসের সঙ্গে ধাক্কা লাগে।

এ ঘটনায় পাঁচজন আহত হন। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাঁদের মধ্যে গুরুতর আহত ট্রাকচালক মো. শাকিব শেখ (২২) ও তাঁর সহকারী আমির হামজাকে (১৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শাকিব রাজৈরের পশ্চিম রাজৈর গ্রামের নান্নু শেখের ছেলে এবং আমির হামজা একই গ্রামের বাসিন্দা।

মাদারীপুর মস্তফাপুরের হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বদলির আদেশ ছিঁড়ে বরখাস্ত হলেন এনবিআরের ১৪ কর্মকর্তা

বাংলাদেশের সোনালি মুরগিতে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া: গবেষণা

প্রেক্ষাপটবিহীন প্রতিবেদন কি সাংবাদিকতা হতে পারে?

দরপত্র ছাড়াই জুলাই স্মৃতি জাদুঘরের কাজ পেল দুই প্রতিষ্ঠান, এরা কারা

বিধি লঙ্ঘন করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হলেন এনসিপি নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত