Ajker Patrika

ডিএসসিসির দুটি স্বাস্থ্যকেন্দ্রে মিডওয়াইফারি সেবা চালু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ জুলাই ২০২৫, ১৮: ০০
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া। ছবি: আজকের পত্রিকা
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া। ছবি: আজকের পত্রিকা

ঢাকা শহরের প্রান্তিক জনগোষ্ঠীকে সহজ প্রাপ্য, নিরাপদ ও মানসম্মত মাতৃসেবা প্রদানের লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) চালু করেছে ২৪ ঘণ্টার মিডওয়াইফারি নেতৃত্বাধীন যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা (এসআরএইচ)। আজ মঙ্গলবার (১৫ জুলাই) আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করা হয় ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল ও নাজিরাবাজার মাতৃসদনে।

জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ), সুইডিশ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থা (সিডা), জাপাইগো বাংলাদেশ এবং ডিএসসিসির যৌথ উদ্যোগে চালু করা হয়েছে প্রকল্পটি। এই প্রকল্পের মাধ্যমে প্রাথমিকভাবে পুরান ঢাকার আট লক্ষাধিক বাসিন্দার জন্য মানসম্পন্ন মাতৃসেবা নিশ্চিত করা হবে। উদ্যোগটির আওতায় প্রশিক্ষিত মিডওয়াইফ ও চিকিৎসকদের সমন্বয়ে সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন সেবা দেওয়া হবে। বিশেষ করে স্বাভাবিক প্রসবকে ৯০ শতাংশ ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। ফলে মা ও নবজাতকের স্বাস্থ্যঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া। তিনি বলেন, ‘শুধু মুনাফার আশায় অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশনের প্রবণতা আমাদের জাতির জন্য একটি বড় স্বাস্থ্যঝুঁকি তৈরি করেছে। এই প্রকল্পের মাধ্যমে আমরা স্বাভাবিক প্রসবকে উৎসাহিত করে মায়েদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে চাই।’

ডিএসসিসির প্রশাসক বলেন, নগরবাসীর সার্বিক স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে ভবিষ্যতে ডিএসসিসির অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রে এ ধরনের মিডওয়াইফারি সেবা চালু করার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে ইউএনএফপিএ-এর বাংলাদেশ প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং বলেন, মিডওয়াইফারি নেতৃত্বাধীন সেবা শুধু চিকিৎসার ক্ষেত্রে নয়, এটি নারীর ক্ষমতায়ন এবং সর্বজনীন স্বাস্থ্যসেবায় এক গুরুত্বপূর্ণ অবদান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নিশাত পারভীন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর, সিডা, ইউএনএফপিএ, জাপাইগোসহ বিভিন্ন দেশি-বিদেশি উন্নয়ন সংস্থা ও এনজিওর প্রতিনিধিরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বদলির আদেশ ছিঁড়ে বরখাস্ত হলেন এনবিআরের ১৪ কর্মকর্তা

বাংলাদেশের সোনালি মুরগিতে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া: গবেষণা

দরপত্র ছাড়াই জুলাই স্মৃতি জাদুঘরের কাজ পেল দুই প্রতিষ্ঠান, এরা কারা

ট্রাকে করে ৪৩ হাজার পৃষ্ঠার নথি ইসিতে জমা দিয়েও নিবন্ধন পেল না এনসিপি

প্রেক্ষাপটবিহীন প্রতিবেদন কি সাংবাদিকতা হতে পারে?

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত