Ajker Patrika

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ একজনের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
আপডেট : ০৮ মার্চ ২০২৫, ১০: ১১
শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত
শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে লাগা আগুনে শিশুসহ আটজন দগ্ধের ঘটনায় রিকশাচালক হান্নান (৫০) মারা গেছেন।

গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শ্বাসনালিসহ হান্নানের শরীরের ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল। ইনস্টিটিউটের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছিল তাঁকে। সেখানেই মারা গেছেন তিনি।

তিনি আরও জানান, এ ঘটনায় হান্নানের স্ত্রী লাকির শরীরের ২২ শতাংশ দগ্ধ, মেয়ে জান্নাতের ৩ শতাংশ, সামিয়ার ৭ শতাংশ, ছেলে সাব্বিরের ২৭ শতাংশ, প্রতিবেশী ভাড়াটিয়া সোহাগের ৪০ শতাংশ, তাঁর স্ত্রী রুপালির ৩৪ শতাংশ ও মেয়ে সুমাইয়ার ৪৪ শতাংশ দগ্ধ হয়েছে।

এর আগে, গত রোববার (২ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি ২ নম্বর চেয়ারম্যান অফিসের পাশে একটি টিনশেড বাসায় ওই দুর্ঘটনা ঘটে।

দগ্ধ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দিন মধ্যরাতে হঠাৎ করেই গ্যাস লাইন থেকে আগুন ছড়িয়ে পড়ে টিনশেড ঘরে। এ সময় দুটি কক্ষে থাকা আটজনই দগ্ধ হন। ওই দিন ভোরে তাঁদের ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়।

দগ্ধরা হলেন রিকশাচালক হান্নান (৫০), তাঁর স্ত্রী লাকি আক্তার (৩৫), মেয়ে জান্নাত আক্তার নুরজাহান (৪), মেয়ে সামিয়া আক্তার রিম (১১) ও ছেলে সাব্বির (১২); আরেক পরিবারের পোশাকশ্রমিক সোহাগ (২৩), তাঁর স্ত্রী রুপালি (২০) ও তাঁদের একমাত্র সন্তান দেড় বছর বয়সী সুমাইয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত