Ajker Patrika

গোপালগঞ্জে জমি দখলকে কেন্দ্র করে ২ ইউনিয়নবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ। ছবি: সংগৃহীত
গোপালগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুরে জমি দখলকে কেন্দ্র করে দুই ইউনিয়নবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদ এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ মঙ্গলবার সকালে মহারাজপুর ইউনিয়ন পরিষদের জমি দখল করে ঘর তুলতে যান মোচনা ইউনিয়নের পাইকদিয়া গ্রামের আসাদ শিকদার ও তাঁর লোকজন। এ সময় মহারাজপুর ইউনিয়নের মোস্তফা গাজী তাঁর লোকজন গিয়ে তাতে বাধা দেন।

এ খবর ছড়িয়ে পড়লে দুই ইউনিয়নের লোকজন ঢাল, সড়কি, রামদাসহ দেশীয় বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। বেলা ১টার দিকে সেনাবাহিনী গিয়ে সংঘর্ষ থামায়। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছে।

শীতল চন্দ্র পাল আরও বলেন, আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, মুকসুদপুর, মাদারীপুরের রাজৈর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত