Ajker Patrika

মেট্রোরেলে টয়লেট ইজারার সংবাদ সংগ্রহে গিয়ে লাঞ্ছিত ২ সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ০৯: ৪২
মেট্রোরেলে টয়লেট ইজারার সংবাদ সংগ্রহে গিয়ে লাঞ্ছিত ২ সাংবাদিক

মেট্রোরেলে টয়লেট ইজারার সংবাদ সংগ্রহ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন দুই সাংবাদিক। মেট্রোরেলের স্টেশনে দায়িত্বরত এক আনসার সদস্য ওই দুই সাংবাদিকের বুম কেড়ে নেন। 

আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে রাজধানীর শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশনের আগারগাঁও রুটে যাওয়ার দিকে প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে।

ঘটনার শিকার সাংবাদিকেরা হলেন সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার মামুন সোহাগ ও আমাদের সময়ের মাল্টিমিডিয়া রিপোর্টার আক্তারুজ্জামান। 

অভিযুক্ত ওই আনসার সদস্যের নাম আছলাম সরদার। তিনি মেট্রোরেল স্টেশনে দায়িত্ব পালন করছিলেন। 

ভুক্তভোগী সাংবাদিকেরা জানান, মেট্রোরেলের সবশেষ পরিস্থিতি নিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে আনসার সদস্য তাঁদের প্রশ্ন শুনেই তেড়ে আসেন। বুম কেড়ে নিয়ে ধাক্কা দিয়ে দুই সাংবাদিককে লিফটের ভেতরে ঢুকিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার রুমে যেতে হবে বলে জানান। 

ভুক্তভোগী সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার মামুন সোহাগ বলেন, ‘অফিশিয়াল অ্যাসাইনমেন্টে আজ দুপুরে শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশনে যাই ভিডিও স্টোরি করার জন্য। সাম্প্রতিক সময়ে দেখা গেছে, মেট্রোরেলের টয়লেট ব্যবহারে টিকিট সিস্টেম শুরু হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক যাত্রী ক্ষোভ প্রকাশ করেছেন। অনেক টেলিভিশন-পত্রিকায় রিপোর্টও হয়েছে।’ 

‘সবকিছু মিলিয়ে এটা নিয়ে একটা প্রতিবেদন করতে গেলে বুম হাতে ভিডিও করতে দেখেই আছলাম সরদার নামে এক আনসার সদস্য তেড়ে আসেন। তারপর ধাক্কা দিয়ে লিফটের ভেতরে ঢুকিয়ে বলেন—‘যেতে হবে, বসেরা কথা বলবে।’ শুধু আমাকেই না, আমাদের সময়ের আক্তারুজ্জামানের কাঁধে ধাক্কা দিয়ে বলে এসব বাদ দেন, যা বলি তাই হবে।’ 

মাল্টিমিডিয়া রিপোর্টার আক্তারুজ্জামান বলেন, মেট্রোরেলে পাবলিক টয়লেট ব্যবহার করতে গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। এ নিয়ে কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছিল। বিষয়টি নিয়ে সরেজমিন ভিডিও প্রতিবেদন করতে যান তিনি। 

এ বিষয়ে শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশনের স্টেশন কন্ট্রোলার মো. মহসিন বলেন, ‘সাংবাদিকদের বুম কেড়ে নিয়ে আনসার সদস্য ভুল করেছেন। এ বিষয়ে শিগগিরই ব্যবস্থা নেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত