Ajker Patrika

বইয়ের পাঠ প্রতিক্রিয়া লিখে পুরস্কার পেল শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বইয়ের পাঠ প্রতিক্রিয়া লিখে পুরস্কার পেল শিক্ষার্থীরা

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘একাত্তর: করতলে ছিন্নমাথা’ বইটি দেওয়া হয়েছিল দেড় শ শিক্ষার্থীকে। তারা প্রথমে বইটি পড়ে। এরপর প্রতিক্রিয়া লিখে জমা দেয়। মঙ্গলবার (১৮ জুলাই) সেই প্রতিক্রিয়ার ওপর ভিত্তি করে তাদের দেওয়া হলো পুরস্কার। 

বই পাঠ প্রতিক্রিয়ায় ৩৮ জনকে সনদপত্র এবং পাঁচজনকে সেরা পাঠক হিসেবে নির্বাচন করা হয়েছে। পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে বই ও সনদপত্র। 

দনিয়া কলেজ মিলনায়তনে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এই আয়োজন করে যৌথভাবে দনিয়া পাঠাগার ও দনিয়া কলেজ। 

আয়োজনে মুখ্য আলোচক ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি এবং প্রাবন্ধিক মফিদুল হক। পাঠাগার ভিত্তিক এই কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, ‘আপনারা অবশ্যই এই ধরনের কার্যক্রম আরও বেশি বেশি করবেন। বিশেষ করে মুক্তিযুদ্ধকে তরুণ প্রজন্মের কাছে যত বেশি তুলে ধরা যাবে, তত বেশি একটি অসাম্প্রদায়িক সমাজ তৈরি হবে।’ 

আয়োজনে সেরা পাঁচ পাঠক হয়েছে—মাইমুন ইসলাম, আফছানা আক্তার মনিরা, আরাফাত রহমান মারুফ, মো. সাইফুল ইসলাম ও আকিয়া ইসলাম সাথী। 

অনুষ্ঠানে গান পরিবেশন করেন করেন তাহমিনা খন্দকার মুক্তি। স্বাগত বক্তব্য দেন দনিয়া পাঠাগারের সভাপতি মো. শাহনেওয়াজ। 

দনিয়া কলেজের শিক্ষক তাহেরা আক্তার শুভেচ্ছা বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দনিয়া কলেজের অধ্যক্ষ মো. আলমগীর মিয়া সভাপতি ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত