Ajker Patrika

প্রেমে সাড়া না দেওয়ায় স্কুলছাত্রীকে অপহরণ, মামলা

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ২৪ জুলাই ২০২৫, ১৬: ৩৬
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নেত্রকোনার বারহাট্টায় প্রেমে সাড়া না দেওয়ায় নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবর বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত রোববার রাতে ওই ছাত্রীকে অপহরণ করা হয়। ভুক্তভোগী স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন।

এতে উপজেলার চিরাম ইউনিয়নের জয়পতাক এলাকার নয়ন মিয়ার ছেলে মো. রিদয় খানকে (২২) আসামি করা হয়। এ ছাড়া আরও দুজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, ওই ছাত্রীর বাবার মোবাইলফোনে প্রায় সময়ই রিদয় খান কুরুচিপূর্ণ মেসেজ পাঠাতেন ও ছাত্রীর সঙ্গে ফোনে কথা বলতে চাইতেন। একসময় রিদয়কে মেসেজ ও কল করতে নিষেধ করেন ওই ছাত্রীর বাবা। এতে ক্ষিপ্ত হয়ে রিদয় হুমকি ও ভয়ভীতি দেখায়। পরে গত রোববার রাত সাড়ে ১১টার দিকে ওই ছাত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হলে ওত পেতে থাকা রিদয় গলায় ও মুখে গামছা পেঁচিয়ে আরও দু-তিনজনের সহায়তায় তাকে অপহরণ করে নিয়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরে ভোর ৪টার দিকে ওই ছাত্রী তার দাদার মোবাইলফোনে কল করে উদ্ধারে সহায়তা চায়। পরে পরিবারের লোকজন গিয়ে উপজেলার গেরিয়া গ্রামের একটি কালভার্টের ওপর থেকে তাকে উদ্ধার করে।

বারহাট্টা থানার ওসি কামরুল হাসান বলেন, `ভুক্তভোগী ছাত্রীর বাবার করা অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কৌশলে বিনিয়োগ সরাচ্ছে বহুজাতিক কোম্পানি

বিমান বিধ্বস্ত: এক ঘণ্টা পর উদ্ধার হন পাইলট, তখনো বেঁচে ছিলেন

মোহাম্মদপুর থানায় ভুক্তভোগীকে হেনস্তা: চার পুলিশ সদস্যকে প্রত্যাহার, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

‘ওসি হয়েও আমার কম দামি ফোন, দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই’, ভুক্তভোগীকে মোহাম্মদপুরের ওসি

রংপুরের ১০ কিমি সড়কে ৩৬৫ টন পাথর উধাও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত