দোহার (ঢাকা) প্রতিনিধি
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১ আসনের এমপি সালমান এফ রহমান বলেছেন, ‘নতুন সরকার গঠনের পর একনেক বৈঠকে ঢাকা জেলার রাস্তার উন্নয়নে এক হাজার কোটি টাকা অনুমোদন হয়েছে। তার মধ্যে দোহার-নবাবগঞ্জের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। আগামীতে দোহার-নবাবগঞ্জে কোনো কাঁচা রাস্তা থাকবে না।’
আজ বুধবার দোহার উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বীরত্বের জয়গান নামে চিত্রাঙ্কন ও হাতের লেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালমান এফ রহমান বলেন, ‘স্বাধীনতা আন্দোলনের প্রথম অংশ ছিল ১৯৫২ সালের ভাষা আন্দোলন। পরে জাতির পিতা লক্ষ করলেন আন্দোলন ছাড়া স্বাধীনতা সম্ভব নয়। তখন থেকে তিনি স্বাধীনতার প্রস্তুতি নিতে শুরু করলেন এবং ’৭১ সালে গিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা সফলতা পেলাম।’
সালমান আরও বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল দেশটাকে সোনার বাংলা করার। আজকে তাঁর সুযোগ্য কন্যার অক্লান্ত পরিশ্রমে দেশ আন্তর্জাতিকভাবে উন্নয়নের রোল মডেল স্বীকৃতি পেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে আমরা দেশে স্বাধীনতার সুফল ভোগ করছি।’
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য বক্তব্য দেন দোহার উপজেলায় নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন ও দোহার সার্কেল পুলিশের এএসপি আশরাফুল আলম।
এ সময় বেক্সিমকো গ্রুপের পরিচালক সায়ান এফ রহমান, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক শেখ আনার কলি পুতুল, দোহার পৌর মেয়র মো. আলমাছ উদ্দিন, ফজলুর রহমান ফাউন্ডেশনের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন খান উপস্থিত ছিলেন।
এর আগে প্রধানমন্ত্রীর উপদেষ্টা উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে দোহারের জয়পাড়া শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১ আসনের এমপি সালমান এফ রহমান বলেছেন, ‘নতুন সরকার গঠনের পর একনেক বৈঠকে ঢাকা জেলার রাস্তার উন্নয়নে এক হাজার কোটি টাকা অনুমোদন হয়েছে। তার মধ্যে দোহার-নবাবগঞ্জের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। আগামীতে দোহার-নবাবগঞ্জে কোনো কাঁচা রাস্তা থাকবে না।’
আজ বুধবার দোহার উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বীরত্বের জয়গান নামে চিত্রাঙ্কন ও হাতের লেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালমান এফ রহমান বলেন, ‘স্বাধীনতা আন্দোলনের প্রথম অংশ ছিল ১৯৫২ সালের ভাষা আন্দোলন। পরে জাতির পিতা লক্ষ করলেন আন্দোলন ছাড়া স্বাধীনতা সম্ভব নয়। তখন থেকে তিনি স্বাধীনতার প্রস্তুতি নিতে শুরু করলেন এবং ’৭১ সালে গিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা সফলতা পেলাম।’
সালমান আরও বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল দেশটাকে সোনার বাংলা করার। আজকে তাঁর সুযোগ্য কন্যার অক্লান্ত পরিশ্রমে দেশ আন্তর্জাতিকভাবে উন্নয়নের রোল মডেল স্বীকৃতি পেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে আমরা দেশে স্বাধীনতার সুফল ভোগ করছি।’
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য বক্তব্য দেন দোহার উপজেলায় নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন ও দোহার সার্কেল পুলিশের এএসপি আশরাফুল আলম।
এ সময় বেক্সিমকো গ্রুপের পরিচালক সায়ান এফ রহমান, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক শেখ আনার কলি পুতুল, দোহার পৌর মেয়র মো. আলমাছ উদ্দিন, ফজলুর রহমান ফাউন্ডেশনের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন খান উপস্থিত ছিলেন।
এর আগে প্রধানমন্ত্রীর উপদেষ্টা উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে দোহারের জয়পাড়া শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
নোয়াখালীতে একটি কলেজে অধ্যয়নরত ছাত্রকে অন্য একটি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক করা হয়েছে। বিষয়টি নিয়ে দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। দলে সাংগঠনিক নিয়ম ভেঙে কেন্দ্রীয় কমিটি থেকে এমন কমিটি ঘোষণা করায় ক্ষোভের সৃষ্টি হয়েছে নেতা-কর্মীদের মধ্যে।
২৯ মিনিট আগে‘স্টপ রিভার পলুশন, সেভ লাইভস’—এই বার্তা সামনে রেখে নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রম এক সাঁতার প্রতিযোগিতা। নদী দূষণ ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে এ আয়োজন করে রায়পুরা রানার্স কমিউনিটি।
১ ঘণ্টা আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘এ’ (মানবিক) ইউনিটের পরীক্ষা শুরু হয়েছে। আজ শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা এবং দুপুর আড়াইটা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত দুই শিফটে দেশের পাঁচটি বিভাগীয় শহরের আঞ্চলিক কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২ ঘণ্টা আগে২ বছরের শিশু মাশরিফ বাড়ির উঠোনে একা খেলা করছিল। হঠাৎ করে একটি কুকুর এসে তাকে এলোপাতাড়ি কামড়াতে থাকে। পরে তার ডাক চিৎকারে স্বজনরা এসে উদ্ধার করলেও ততক্ষণে মাসরিফের শারীরিক অবস্থা হয়ে পড়ে আশঙ্কাজনক।
২ ঘণ্টা আগে