কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কাপাসিয়ায় বয়স্ক নারীদের কোরআন শিক্ষাকেন্দ্রে আগুন আতঙ্কে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত আরও ১৫ জনকে বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার হালিমা খাতুন মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম মোসা হালিমা বেগম (৭০) তিনি উপজেলার খিরাটী গ্রামের মৃত সাহাবুদ্দিনের স্ত্রী।
প্রতিষ্ঠানের পরিচালক মো. আব্দুল সবুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ধোয়ার সৃষ্টি হয়। তবে আগুন লাগার ঘটনা ঘটেনি। আতঙ্কে বয়স্ক নারীরা সিঁড়ি দিয়ে নামতে গিয়ে কয়েকজন আহত হন।
এ সময় একজন পড়ে গিয়ে আহত হয়ে মারা যান। আমাদের প্রতিষ্ঠানে দক্ষ ইলেকট্রিশিয়ান সব সময় থাকে, তাদের সহায়তায় বড় ধরনের আগুন লাগার ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।’
জাহিদুল ইসলাম নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘সকালে খিরাটী গ্রামের ড. এম. এ. হাসান সাহেবের বাড়ির মাদ্রাসায় রমজান মাসে নারীদের কোরআন শিক্ষার ক্লাস চলছিল। ওই সময় ভবনের নিচতলায় বিদ্যুৎ লাইনে সমস্যা দেখা দেয়। এতে তার পোড়ার গন্ধ ও সেই সঙ্গে ধোয়া বের হতে থাকে। আশপাশে লোকজন আগুন বলে চিৎকার শুরু করে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ সময় ভবনের ভেতরে আসা বয়স্ক নারীরা সিঁড়ি দিয়ে নামতে শুরু করে। সে সময় একজন বৃদ্ধা পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হন। তাকে পার্শ্ববর্তী মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
তিনি আরও বলেন, ‘এই ঘটনায় আরও ১৫ জনের মতো আহত হয়েছে। তাড়াহুড়ো করে নামতে গিয়ে তারা আহত হয়েছেন। আতঙ্ক ছড়িয়ে পড়ায় এলাকায় মানুষের ভিড় জমে যায় সড়কে।’
এ বিষয়ে কাপাসিয়া ফায়ার স্টেশনের অফিসার দেওয়ান আজাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এ ধরনের আগুন লাগার ঘটনার কোনো সংবাদ আমাদের কাছে আসেনি। বিষয়টি আপনার কাছ থেকে প্রথম জানতে পারলাম।’
কাপাসিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বক্কর মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘এই ধরনের আগুন লাগা বা মৃত্যুর কোনো অভিযোগ কেউ করেনি। অভিযোগ পেলে প্রয়োজন ব্যবস্থা নেওয়া হবে।’
গাজীপুরের কাপাসিয়ায় বয়স্ক নারীদের কোরআন শিক্ষাকেন্দ্রে আগুন আতঙ্কে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত আরও ১৫ জনকে বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার হালিমা খাতুন মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম মোসা হালিমা বেগম (৭০) তিনি উপজেলার খিরাটী গ্রামের মৃত সাহাবুদ্দিনের স্ত্রী।
প্রতিষ্ঠানের পরিচালক মো. আব্দুল সবুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ধোয়ার সৃষ্টি হয়। তবে আগুন লাগার ঘটনা ঘটেনি। আতঙ্কে বয়স্ক নারীরা সিঁড়ি দিয়ে নামতে গিয়ে কয়েকজন আহত হন।
এ সময় একজন পড়ে গিয়ে আহত হয়ে মারা যান। আমাদের প্রতিষ্ঠানে দক্ষ ইলেকট্রিশিয়ান সব সময় থাকে, তাদের সহায়তায় বড় ধরনের আগুন লাগার ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।’
জাহিদুল ইসলাম নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘সকালে খিরাটী গ্রামের ড. এম. এ. হাসান সাহেবের বাড়ির মাদ্রাসায় রমজান মাসে নারীদের কোরআন শিক্ষার ক্লাস চলছিল। ওই সময় ভবনের নিচতলায় বিদ্যুৎ লাইনে সমস্যা দেখা দেয়। এতে তার পোড়ার গন্ধ ও সেই সঙ্গে ধোয়া বের হতে থাকে। আশপাশে লোকজন আগুন বলে চিৎকার শুরু করে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ সময় ভবনের ভেতরে আসা বয়স্ক নারীরা সিঁড়ি দিয়ে নামতে শুরু করে। সে সময় একজন বৃদ্ধা পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হন। তাকে পার্শ্ববর্তী মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
তিনি আরও বলেন, ‘এই ঘটনায় আরও ১৫ জনের মতো আহত হয়েছে। তাড়াহুড়ো করে নামতে গিয়ে তারা আহত হয়েছেন। আতঙ্ক ছড়িয়ে পড়ায় এলাকায় মানুষের ভিড় জমে যায় সড়কে।’
এ বিষয়ে কাপাসিয়া ফায়ার স্টেশনের অফিসার দেওয়ান আজাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এ ধরনের আগুন লাগার ঘটনার কোনো সংবাদ আমাদের কাছে আসেনি। বিষয়টি আপনার কাছ থেকে প্রথম জানতে পারলাম।’
কাপাসিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বক্কর মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘এই ধরনের আগুন লাগা বা মৃত্যুর কোনো অভিযোগ কেউ করেনি। অভিযোগ পেলে প্রয়োজন ব্যবস্থা নেওয়া হবে।’
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
৫ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৫ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
৫ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
৫ ঘণ্টা আগে