Ajker Patrika

কাউন্সিলরের অফিসে হামলা-ভাঙচুর, আহত ১

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২১ এপ্রিল ২০২৩, ১৬: ৪৪
কাউন্সিলরের অফিসে হামলা-ভাঙচুর, আহত ১

সাভারের পৌর কাউন্সিলর রমজান আহমেদের অফিসে চালানো হামলা-ভাঙচুরের ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে সাভার পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রমজান আহমেদের অফিসে এই হামলা চালানো হয়।

এ ঘটনায় আহত ব্যক্তির নাম সুজন মিয়া (৩৫)। তিনি কাউন্সিলর রমজানের অফিসে তাঁর সহকারী হিসেবে কাজ করেন। তাঁর হাতে, ঘাড়ে, পিঠে ও পায়ে কোপের আঘাত লেগেছে।

কাউন্সিলর রমজান আহমেদ বলেন, ‘হামলা চালানো তবারক হোসেনকে আমি চিনতে পেরেছি। সে মাদক কারবারি। বাকি কাউকে চিনতে পারিনি। আমাকে সরিয়ে দিতে পারলে হয়তো তাদের মাদক কারবারে সুবিধা হয়। এ জন্যই হয়তো আমার ওপর হামলা করেছে। আমার অফিসের সামনের গ্লাস ভাঙচুর করেছে তারা। আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।’

রমজান আহমেদ আরও বলেন, ‘হামলায় আহত সুজন মিয়া এখন এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আমিও পায়ে আঘাত পেয়েছি।’

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। আমরা ঘটনাটি পর্যবেক্ষণ করছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত