Ajker Patrika

টঙ্গিবাড়ী পার্কের জায়গা দখলমুক্ত করার দাবি

টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী পার্কের জায়গা দখলমুক্ত করার দাবিতে উপজেলা পরিষদ কমপ্লেক্স মাঠে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী পার্কের জায়গা দখলমুক্ত করার দাবিতে উপজেলা পরিষদ কমপ্লেক্স মাঠে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী পার্কের জায়গা দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন হয়েছে। আজ বৃহস্পতিবার টঙ্গিবাড়ী উপজেলা পরিষদ কমপ্লেক্স মাঠে এ কর্মসূচি পালিত হয়।

‘সুস্থ পরিবেশ, নির্মল বিনোদন; আমাদের পার্ক আমাদের অধিকার’ প্রতিপাদ্য নিয়ে মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সচেতন নাগরিক সমাজ ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়।

এ সময় বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি জসিম, আজিম, আসিফ ঢালী, নিপা আক্তার, জনসাধারণের পক্ষে সাব্বির হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, একটি পার্ক শুধু খেলার মাঠ বা হাটবাজারের জায়গা নয়। সুস্থ সমাজের প্রতিচ্ছবি শিশুদের হাসি, বয়স্কদের বিশ্রাম, যুবকদের ব্যায়াম—সবকিছুর জন্যই প্রয়োজন একটি পরিচ্ছন্ন পার্ক।

মুন্সিগঞ্জ প্রশাসনের প্রতি দাবি জানিয়ে বক্তারা বলেন, টঙ্গিবাড়ী মৌজার শূন্য দশমিক ৭৭ একর ভূমি পার্ক স্থাপনের জন্য অনুমোদিত হয়েছে। কিন্তু সেই মূল্যবান জায়গা অবৈধ দখলদারের কবলে চলে যাচ্ছে ব্যবসা স্থাপনা কিংবা ব্যক্তিগত কাজে ব্যবহারের মাধ্যমে। পার্কের এ জায়গা দখলমুক্ত করার জোরালো দাবি জানান তাঁরা।

বক্তারা বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে পার্কের জায়গা দখলমুক্ত করতে হবে। অন্যথায় তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত