Ajker Patrika

সিদ্ধিরগঞ্জে নকল সিগারেট জব্দ, ৪ জনের জেল 

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১৫: ৪৯
সিদ্ধিরগঞ্জে নকল সিগারেট জব্দ, ৪ জনের জেল 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ লাখ শলাকা অবৈধ সিগারেট ও ২০ লাখ নকল ব্যান্ডরোল জব্দ করা হয়েছে। এ সময় চারজনকে জেল দেওয়া হয়। 

আজ রোববার দুপুরে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত মোহাম্মদ নোমান। 

গতকাল শনিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার রয়েল টোব্যাকো নামের একটি প্রতিষ্ঠানে ম্যাজিস্ট্রেট আরাফাত মোহাম্মদ নোমানের নেতৃত্বে নারায়ণগঞ্জ র‍্যাব-১১ এ অভিযান চালায়। 

অভিযানে তিনজনকে ১৫ দিনের জেল ও একজনকে ৭ দিনের জেল দেওয়া হয়। পরে জব্দ করা নকল ব্যান্ডরোল সংযুক্ত অবৈধ সিগারেট ধ্বংস করা হয়। এ সময় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান উপস্থিত ছিলেন। 

নারায়ণগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত মোহাম্মদ নোমান জানান, দীর্ঘদিন ধরে রয়েল টোব্যাকো নকল ব্যান্ডরোল ব্যবহার করে অবৈধভাবে সিগারেট উৎপাদন ও বাজারজাত করে আসছিল। সরকার নির্ধারিত সিগারেটের সর্বনিম্ন মূল্য ৪৫ টাকা হলেও তারা ১৫-২০ টাকা প্যাকেট সিগারেট বিক্রি করেছিল। অথচ সিগারেটের প্যাকেটপ্রতি সরকারের ৩০ টাকা রাজস্ব পাওয়ার কথা। এ ছাড়া প্রতিষ্ঠানটির পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রও নেই বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

সাতকানিয়ায় ডাকাত পড়েছে বলে মাইকে ঘোষণা দিয়ে মারধর, নিহত ২

ইউএনওর সামনেই ৪ জামায়াত নেতাকে পেটালেন বিএনপি নেতারা

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত