Ajker Patrika

বৈষম্যবিরোধী আন্দোলন ছেড়ে ছাত্রদলে কিশোরগঞ্জের ৩০ নেতাকর্মী

কিশোরগঞ্জ প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ফুলের মালা ও ফুল দিয়ে বরণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ফুলের মালা ও ফুল দিয়ে বরণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ও কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. মাশরাফি মর্তুজার নেতৃত্বে প্রায় ৩০ জন নেতাকর্মী ছাত্রদলে যোগ দিয়েছেন। বুধবার (২১ মে) রাতে কিশোরগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কর্মীসভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করে তাঁরা ছাত্রদলে যোগ দেন। এ সময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি হাফিজুর রহমান সোহান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসনাইন নাহিয়ান সজীব ও আবদুর রহিম রনির উপস্থিত ছিলেন।

যোগ দেওয়া নতুন নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন ছাত্রদল কেন্দ্রীয় নেতারা। এ সময় কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম নিশাদ ও সাধারণ সম্পাদক রেদোয়ান রহমান ওয়াকিউর তাঁদের মিষ্টিমুখ করান।

মাশরাফি মর্তুজা বলেন, ‘আমি পারিবারিকভাবে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। জুলাই-আগস্টের অভ্যুত্থানে আমার অবদানকে স্বীকৃতি দিয়ে আমাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলা কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়। আমি আমার অনুসারীদের নিয়ে পদত্যাগ করে ছাত্রদলের আদর্শে অনুপ্রাণিত হয়ে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ছাত্রদলে যোগ দিলাম।’

সভায় আরও উপস্থিত ছিলেন সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি রাফিউল ইসলাম সাকিব, সাধারণ সম্পাদক মুক্তাদির আল বিরুনী প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত