সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
ছয় মাসের বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের মদনপুরে লারিজ ফ্যাশনের শ্রমিকেরা এ বিক্ষোভ করেন।
এই রিপোর্ট (রাত ৯টা) লেখা পর্যন্ত মহাসড়ক থেকে শ্রমিকেরা সরে আসেননি। এতে করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক থেকে মদনপুর পর্যন্ত ছয় কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছে এই সড়ক দিয়ে চলাচল করা যাত্রীরা।
পোশাকশ্রমিকেরা বলেন, ‘ছয় মাস ধরে লারিজ ফ্যাশন লিমিটেড কর্তৃপক্ষ তাদের বেতন আটকে রেখেছে। বারবার দেবে বললেও এখনো তা দেয়নি। বেতন না পাওয়ার কারণে আমরা বাড়ি ভাড়া দিতে পারছি না, পরিবার নিয়ে অনেক কষ্টে দিন কাটাচ্ছি। তাই আমাদের দাবি, আসন্ন ঈদের আগেই যেন আমাদের বকেয়া বেতন পরিশোধ করা হয়।’
সরেজমিন দেখা যায়, মহাসড়কে চট্টগ্রামমুখী লেনের মদনপুর থেকে সিদ্ধিরগঞ্জের মৌচাক অংশ পর্যন্ত যানবাহনগুলো স্থবির হয়ে আছে। এতে যাত্রী ও গাড়িচালকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
যাত্রীরা জানান, দীর্ঘ সময়ে গাড়ি চুল পরিমাণও এগোচ্ছে না। একই স্থানে প্রায় দুই ঘণ্টার বেশি সময় দাঁড়িয়ে আছে গাড়ি। অনেক যাত্রী গাড়ি থেকে নেমে হেঁটে রওনা শুরু করছে গন্তব্যের উদ্দেশে।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম বলেন, ‘এখনো শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে। শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার জন্য হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশ ও শিল্পাঞ্চল পুলিশ কাজ করে যাচ্ছে।’
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের টিআই এ কে এম শরফুদ্দীন বলেন, ‘মদনপুর এলাকায় গার্মেন্টস শ্রমিকেরা আন্দোলন করছে। এর ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আমরা সড়কে যানজট নিরসনে কাজ করছি।’
ছয় মাসের বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের মদনপুরে লারিজ ফ্যাশনের শ্রমিকেরা এ বিক্ষোভ করেন।
এই রিপোর্ট (রাত ৯টা) লেখা পর্যন্ত মহাসড়ক থেকে শ্রমিকেরা সরে আসেননি। এতে করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক থেকে মদনপুর পর্যন্ত ছয় কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছে এই সড়ক দিয়ে চলাচল করা যাত্রীরা।
পোশাকশ্রমিকেরা বলেন, ‘ছয় মাস ধরে লারিজ ফ্যাশন লিমিটেড কর্তৃপক্ষ তাদের বেতন আটকে রেখেছে। বারবার দেবে বললেও এখনো তা দেয়নি। বেতন না পাওয়ার কারণে আমরা বাড়ি ভাড়া দিতে পারছি না, পরিবার নিয়ে অনেক কষ্টে দিন কাটাচ্ছি। তাই আমাদের দাবি, আসন্ন ঈদের আগেই যেন আমাদের বকেয়া বেতন পরিশোধ করা হয়।’
সরেজমিন দেখা যায়, মহাসড়কে চট্টগ্রামমুখী লেনের মদনপুর থেকে সিদ্ধিরগঞ্জের মৌচাক অংশ পর্যন্ত যানবাহনগুলো স্থবির হয়ে আছে। এতে যাত্রী ও গাড়িচালকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
যাত্রীরা জানান, দীর্ঘ সময়ে গাড়ি চুল পরিমাণও এগোচ্ছে না। একই স্থানে প্রায় দুই ঘণ্টার বেশি সময় দাঁড়িয়ে আছে গাড়ি। অনেক যাত্রী গাড়ি থেকে নেমে হেঁটে রওনা শুরু করছে গন্তব্যের উদ্দেশে।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম বলেন, ‘এখনো শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে। শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার জন্য হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশ ও শিল্পাঞ্চল পুলিশ কাজ করে যাচ্ছে।’
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের টিআই এ কে এম শরফুদ্দীন বলেন, ‘মদনপুর এলাকায় গার্মেন্টস শ্রমিকেরা আন্দোলন করছে। এর ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আমরা সড়কে যানজট নিরসনে কাজ করছি।’
মৌলভীবাজারের বড়লেখায় সালাউদ্দিন (৩৫) নামের এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার বর্ণি ইউনিয়নের বর্ণির চক (দৌঁড়েরবাজার) এলাকার রাইতখালী খাল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
২৭ মিনিট আগেযশোরের মনিরামপুরে পথচারীকে ধাক্কা দিয়ে একটি ইঞ্জিনচালিত ভ্যান (স্থানীয়ভাবে আলমসাধু হিসেবে পরিচিত) সেতুর ওপর উল্টে গেছে। এ সময় যানবাহনটির নিচে চাপা পড়ে চালকের মৃত্যু হয়। এ ঘটনায় তাঁর সহকারী ও পথচারী আহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় মনিরামপুর-ঢাকুরিয়া সড়কের ঢাকুরিয়া খালকান্দা সেতুর ওপর এ ঘটনা ঘটে।
৩২ মিনিট আগেহবিগঞ্জের চুনারুঘাটে জমি নিয়ে বিরোধের জেরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দুপুর ১টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ডুলনা গ্রামে এ ঘটনা ঘটে।
৩৫ মিনিট আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চলন্ত অবস্থায় ঝুটবোঝাই একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ট্রাকের পেছনে থাকা একটি মাইক্রো বাসে আগুন ছড়িয়ে পড়ে। পরিস্থিতি খারাপ দেখে দাউ দাউ করে জ্বলতে থাকা ট্রাকটি সড়কের পাশের খালে নামিয়ে দেন চালক। তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার
১ ঘণ্টা আগে